ইউএনও অফিসের ৬৪ চালককে নিয়োগ পরীক্ষায় সুযোগ দেওয়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৭ জুলাই ২০২৩
ফাইল ছবি

মাস্টার রোলে (দৈনিক মজুরি ভিত্তিতে) ইউএনও অফিসের অস্থায়ী চালক হিসেবে কর্মরত ৬৪ জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরের আগামী ২৯ জুলাইয়ের চালক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেছেন, আবেদনকারীদের বয়স শিথিল করে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে। আর নির্দেশনা বাস্তবায়ন করতে যানবাহন অধিদপ্তরের কমিশনার ও পরিচালককে (সড়ক) বলেছেন হাইকোর্ট। স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে নিশ্চিত করেন আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান।

এ সংক্রান্ত বিষয়ে করা আবেদনের বৃহস্পতিবার (২৭ জুলাই) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এ দিন এ সংক্রান্ত আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বিএমি ইলিয়াস কচি। তার সাথে ছিলেন অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান। আর অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো, রাসেল চৌধুরী। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এম এম জি সারোয়ার পায়েল।

২০২১ সালের ৭ জানুয়ারির দেশের সরকারিভাবে গাড়ি চালক (ড্রাইভার) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যানবাহন অধিদপ্তর থেকে। এর পর ওই নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন জামাল উদ্দিন প্রামণিক, রাজু আহমেদ , হারেছ তালুকদারসহ (মাস্টার রোলে (দৈনিক মজুরি ভিত্তিতে)কর্মরত) ৬৪ জন। তারা (আবেদনকারীরা) দেশের বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে মাস্টার রোলে (দৈনিক মজুরি ভিত্তিতে) কর্মরত চালক হিসেবে কাজ করছে।

রুলে ২০২১ সালের ৭ জানুয়ারির দেশের সরকারিভাবে গাড়ি চালক (ড্রাইভার) নিয়োগে যানবাহন অধিদপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ কেন অবৈধ ও বে আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। সঙ্গে সঙ্গে মাস্টার রোলে (দৈনিক মজুরি ভিত্তিতে) কর্মরত আবেদনকারদের কেন রাজস্ব খাতে অন্তভুক্ত করা হবে না তাও জানতে চাওয়া হয় রুলে।

এর মধ্যে গত ১৬ থেকে ১৯ জুলাই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রবেশপ্রত্র বিলি করেন সরকারিভাবে গাড়ি চালক (ড্রাইভার) নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন কর্তৃপক্ষ। এ অবস্থায় আদালতে জারি করা ওই রুল পেন্ডিং থাকা অবস্থায় সরকারিভাবে গাড়ি চালক (ড্রাইভার) নিয়োগের জন্য আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষায় রিটকারীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট।

এফএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।