এক মামলায় বিন ইয়ামিনের জামিন, আরেকটিতে রিমান্ডের আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০২ আগস্ট ২০২৩
ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের অফিস ভাঙচুরের ঘটনায় রাজধানীর পল্টন থানায় ভবন মালিকের করা মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের সময় বিক্ষোভের ঘটনায় হওয়া মতিঝিল থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আরও পড়ুন>> ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও তার বাবাকে তুলে নেওয়ার অভিযোগ

এ বিষয়ে শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। সে কারণে আপাতত তার মুক্তি মিলছে না।

মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসার দরজা ভেঙে বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জেএ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।