হাইকোর্ট

সদরঘাটসহ সব নৌ টার্মিনালে প্রবেশে টোল আদায় অবৈধ কেন নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ৩১ আগস্ট ২০২৩

সদরঘাটসহ দেশের সব নৌ টার্মিনালে প্রবেশকালে যাত্রীপ্রতি ১০ টাকা এন্ট্রি ফি বা টোল আদায় কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে নৌ-পরিবহন সচিব, স্থানীয় সরকার সচিব, বিআইডব্লিউটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোকসেদ আলী ও মো. সারোয়ার আলম।

এর আগে গত ২৫ জুন সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন।

এদিকে আজ রিটকারী পক্ষের আইনজীবী মোকসেদ আলী জাগো নিউজকে জানান, যেহেতু বিমানবন্দর, রেলস্টেশন ও বাস টার্মিনালে প্রবেশের জন্য যাত্রীদের কাছ থেকে কোনো ফি বা টোল নেওয়া হয় না, ফলে সদরঘাটে প্রবেশে যাত্রীপ্রতি ১০ টাকা ফি নেওয়াকে আমরা এক ধরনের নীরব চাঁদাবাজি বলে মনে করি। এ কারণে সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশে ১০ টাকা এন্ট্রি ফি নেওয়া বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

এফএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।