মানবতাবিরোধী অপরাধ

যশোরে গ্রেফতার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. ফজলুর রহমান বিশ্বাসকে (৭২) ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে করা আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয়েছে এবং আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।

বিষয়টি রোববার (১০ সেপ্টেম্বর) জাগো নিউজকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

তিনি বলেন, একটি মামলার আসামিকে যশোরের কোতয়ালী থানা সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। নিয়ম অনুযায়ী, ওই আসামিকে হাজির করার জন্য আবেদনটি করেছিলাম। সেটির শুনানি হয়েছে এবং আসামিকে হাজির করার জন্য বলা হয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন খান মুন্নি।  

গত ২৮ আগস্ট র‍্যাব-৩ এর কর্মকর্তা (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক, আসামি ফজলুর রহমানকে গ্রেফতারের বিষয়টি জানান। ফারজানা হক বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২১ সালে একটি মামলা হয়। পরে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে ওই আসামি নিজ এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে ছিল। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-৩ এর একটি দল আভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এফএইচ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।