সহকারী জজ হিসেবে নিয়োগ পাচ্ছেন ১০৪ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে ২০২৩ সালের সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে সহকারী জজ পদে নিয়োগের জন্য ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের আগস্ট মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ভাইবা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন>> সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন নুসরাত

ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে (১৬শ বিজেএস) ১০০ জন নিয়োগের কথা ছিল। তবে, বলা হয়েছিল বিজ্ঞপ্তি অনুসারে, পদসংখ্যা বাড়তে এবং কমতে পারে। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৩০ হাজার ৯৩৫ থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা।

এফএইচ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।