সুন্দরবন স্কয়ারে ডাকাতির চেষ্টা, তিনজন কারাগারে

বংশাল থানার সুন্দরবন স্কয়ার মার্কেটে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন মো. মজিদ, মো. জহির উদ্দিন দিপু ও মো. সুমন।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান। অন্যদিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় বংশাল থানার সুন্দরবন স্কয়ার মার্কেটে চাকু নিয়ে ডাকাতি করতে যান তারা। খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে আসামিরা পালানোর চেষ্টা করেন। এসময় আশপাশের লোকজন তাদের ধরে ফেলে। এ ঘটনায় বংশাল থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন।
এদিকে গ্রেফতার আসামিরা প্রাথমিকভাবে স্বীকার করেন, দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরে ভাসমান হিসেবে বসবাস করে বংশাল থানা এলাকাসহ আশপাশ এলাকায় পথচারী, রিকশাআরোহী এবং সিএনজির যাত্রীদের সুযোগ বুঝে ধারালো চাকু ও ব্লেড দিয়ে ভয় প্রদর্শন করে দস্যুতা করতেন তারা।
জেএ/এমএইচআর/জেআইএম