কায়সার কামাল

শর্ত তুলে নিলেই বিদেশ যেতে পারেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০৪ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

শর্ত তুলে নিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারেন বলে উল্লেখ করেছেন দলটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় সরকার দণ্ড পাওয়া ব্যক্তির সাজা মাফ করতে পারে, কমাতে পারে, সাজা সাময়িক স্থগিত করতে পারে। শর্তযুক্ত বা শর্ত ছাড়া। খালেদা জিয়ার ক্ষেত্রে ওনারা শর্তযুক্ত করে দিয়েছেন। শর্ত তুলে নিলেই তিনি বিদেশে যেতে পারেন।

বুধবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে নিজ কার্যালয়ে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর তামাশার হিংসাবৃত্তে আটকা খালেদা জিয়ার চিকিৎসা

তিনি বলেন, আইনমন্ত্রী আইনের রাজনৈতিক ব্যাখ্যা করেছেন। রাজনৈতিক ব্যাখ্যা এ কারণেই বলবো, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় স্পষ্টভাবে দেওয়া আছে যে, সরকার চাইলে একজন সাজাপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করতে পারে। সাজা কমাতে পারে, সাময়িকভাবে সাজা স্থগিত করতে পারে। শর্তযুক্ত বা শর্তমুক্তভাবে। খালেদা জিয়ার ক্ষেত্রে ওনারা শর্তযুক্ত করে দিয়েছেন। শর্ত তুলে নিলেই খালেদা জিয়া বিদেশে যেতে পারেন।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, ৪০১(৬) ধারায় স্পষ্টভাবে বলা আছে, সরকার চাইলে সাধারণ বা বিশেষ নির্বাহী আদেশে যে কোনো বন্দির ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে।

আরও পড়ুন: বিএনপির বক্তব্য মিথ্যা, খালেদার বিদেশে চিকিৎসা নিয়ে রাজনীতি হয়নি

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হলে তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। কারণ অন্য একজন নেত্রী দেশ ছেড়ে গেলেও খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি।

এর আগে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে খালেদা জিয়ার আইনি আর কোনো সুযোগ নেই। এখন একমাত্র পথ হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া।

আরও পড়ুন: কার অনুমোদনে বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া?

এ বিষয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, খালেদা জিয়া তো রাষ্ট্রপতির অর্ডারে বের হননি। এখনো খালেদা জিয়া নির্বাহী আদেশের আন্ডারেই আছেন। শর্তযুক্ত মুক্তিতে আছেন। খালেদা জিয়ার সব কিছু এখন সরকারের নিয়ন্ত্রণে। তিনি চাইলেই কিছু করতে পারেন না। উনার সব দায়দায়িত্ব সরকার প্রধানকেই বহন করতে হবে।

এফএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।