হাইকোর্টে আগাম জামিন চাইলেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু।

বুধবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অক্টোবর মাসে আব্দুল আওয়াল মিন্টুর জামিন চেয়ে তার আইনজীবী আবেদন করেন।

আরও পড়ুন>> বিএনপি নেতা আমীর খসরু-স্বপন-প্রিন্সের জামিন শুনানি আজ

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়।

এফএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।