হানিয়ার পরনে কারুকার্য খচিত ৫ পাকিস্তানি ব্র্যান্ড

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৫

আমাদের দেশের নারীরা বরাবরই পাকিস্তানি পোশাক বেশ পছন্দ করেন। বিশেষ করে কয়েক বছর ধরে ঈদের সময় পাকিস্তানি ব্র্যান্ডগুলোর পোশাকের ডিজাইন খুব ট্রেন্ডি হয়ে ওঠে। পাকিস্তানি টেলিভিশনের শিল্পী ও সিরিজের ভক্তদের মধ্যে এ হাইপ থাকে বেশি। স্টাইল ও ব্যক্তিত্বের জন্য পরিচিত এমন একজন শিল্পী হানিয়া আমির। জেনে নিন হানিয়া আমিরের পছন্দের পাঁচটি ব্র্যান্ডের বিষয়ে। অভিনেত্রী তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে কথা বলেছেন এই ব্র্যান্ডগুলোকে নিয়ে।

১. সেবল ভোগ: পাকিস্তানি ব্র্যান্ড সেবল ভোগ আধুনিক ফ্যাশন ও স্টাইলিশ ডিজাইনের জন্য পরিচিত। এ ব্র্যান্ডটির কালেকশনে নারীদের জন্য ট্রেন্ডি এবং সোফিস্টিকেটেড পোশাক পাওয়া যায়, যা ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে তৈরি।

হানিয়ার পরনে কারুকার্য খচিত ৫ পাকিস্তানি ব্র্যান্ড

২. কলমকার: কলমকার নারী-পুরুষ উভয়ের ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে। পাকিস্তানি এই ব্র্যান্ডটি নিজেদের ওয়েবসাইটে লিখেছে- ’এটি পাকিস্তানের কারিগরদের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি, যারা আমাদের ঐতিহ্য ও শিল্পকৌশলকে ধরে রেখে অনন্য পোশাক তৈরি করে। আমরা দেশজুড়ে স্থানীয় কারিগরদের হাতের তৈরি নিখুঁত ডিজাইন উপহার দিতে চাই। শুধুমাত্র সেরা মানের কাপড় ও উপকরণ ব্যবহার করে আমরা আপনাকে এমন একটি ব্র্যান্ড দিচ্ছি যা তার প্রাণবন্ত ডিজাইন ও সুন্দর কারুকার্যের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকে।’

হানিয়ার পরনে কারুকার্য খচিত ৫ পাকিস্তানি ব্র্যান্ড

৩. স্যাফায়ার: স্যাফায়ার একটি আধুনিক পাকিস্তানি ফ্যাশন ব্র্যান্ড। এই ব্র্যান্ডের রয়েছে নারী, পুরুষ, শিশুদের পোশাক, হোম টেক্সটাইল, অ্যাকসেসরিজ এবং আরও অনেক কিছু।

হানিয়ার পরনে কারুকার্য খচিত ৫ পাকিস্তানি ব্র্যান্ড

৪. মিহা: মিহা একজন পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার। ব্রাইডাল পোশাকের বিষয়ে তার বিশেষ খ্যাতি আছে। এই ব্র্যান্ডের গাঢ় রঙের ভেলভেটের কামিজ ও সূক্ষ্ণ ডিজাইনের ওড়না পড়ে ইন্সটাগ্রামে ছবি দিয়েছেন হানিয়া আমীর।

হানিয়ার পরনে কারুকার্য খচিত ৫ পাকিস্তানি ব্র্যান্ড

৫. সায়রা রিজওয়ান: সায়রা রিজওয়ান একজন পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার। সায়রা তার ঐতিহ্যবাহী শিল্পকৌশলের জন্য পরিচিত। নিজ ব্র্যান্ডের মাধ্যমে তিনি পাকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিক ফ্যাশনের মাধ্যমে তুলে ধরেন। সাইরা রিজওয়ানের ডিজাইনগুলো হস্তশিল্প, নিখুঁত এমব্রয়ডারি এবং উন্নতমানের ফ্যাব্রিক দিয়ে সমৃদ্ধ, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা এনে দিয়েছে।

হানিয়ার পরনে কারুকার্য খচিত ৫ পাকিস্তানি ব্র্যান্ড

এএমপি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।