হেলমেট পরলে কি চুল ঝরে যায়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৭ জুলাই ২০২৫

এই গরমে অনেকটা সময় মোরটসাইকেল চালাতে বা চড়তে হয় যাদের, অনেকেই চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন। অনেকেই বলেন দোষটা হেলমেটের!

মোটরসাইকেল চালাতে হলে বা তার পিছে চড়তে গেলে সুরক্ষার স্বার্থে হেলমেটটা পরতেই হয়। কিন্তু দীর্ঘক্ষণ হেলমেট পরে থাকলে মাথার ত্বকে ঘেমে চুল ঝরতে শুরু করে অনেকের। তাহলে উপায়?

হেলমেট পরলে কি চুল ঝরে যায়

ভারতীয় হেয়ার স্টাইলিস্ট বা কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিব বলেন এর থেকে বাঁচার উপায়। তিনিই বলেন, মূল সমস্যা হলো হেলমেট নিজে নয়, মাথার ত্বকে ঘাম বসে যাওয়াটাই মুশকিল। ফলে চুলের গোড়া আলগা হয়ে চুল উঠতে শুরু করে। আবার হেলমেট নির্বাচনের ভুলেও চুলের ক্ষতি হতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হেলমেট পরার ফলে চুল ঝরা কীভাবে আটকানো যায় তা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন জাভেদ হাবিব। সেখানে তিনি বলেন-

>> আপনার সমস্যার উৎস হতে পারে ভুল হেলমেট বাছাই করা। খুব ঢিলা হেলমেট যেমন সুরক্ষার জন্য অনুপযুক্ত, তেমন বেশি টাইট হেলমেটও উপযুক্ত নয়। এতে মাথার ত্বকে ঘাম বেশি বসে, একই সঙ্গে, হেলমেট খোলার সময় চুলেও টান পড়ে, যা চুল ঝরার অন্যতম কারণ। হেলমেট হওয়া দরকার আরামদায়ক।

হেলমেট পরলে কি চুল ঝরে যায়

>> নিয়মিত হেলমেট পরতে হলে, চুলের যত্নে প্রতিদিনই শ্যাম্পু করা দরকার। এতে ঘাম জমে মাথার ত্বকের ক্ষতি কমে।

>> ভেজা চুলে হেলমেট পরা মোটেই উচিত নয়। নিয়মিত শ্যাম্পু করার পাশাপাশি চুলে যাতে ঘাম না বসে সে জন্য সুতির কাপড় মাথায় বেঁধে নেওয়া যেতে পারে।

>> মাথা পরিষ্কার রাখার সঙ্গে হেলমেটটির পরিচ্ছন্নতাও জরুরি। হেলমেটের ভিতরের অংশে যে নরম প্যাড থাকে সেখানেও ঘাম লেগে থাকে। ঠিকমতো পরিষ্কার করা না হলে, সেখান থেকে মাথার ত্বকে সংক্রমণ হতে পারে।

হেলমেট পরলে কি চুল ঝরে যায়

>> এছাড়া সপ্তাহে একদিন চুলের যত্নে অ্যালোভেরা জেল মাখতে পারেন।

হেলমেট নিজে চুল ঝরে পড়ার জন্য সরাসরি দায়ী না হলেও, সঠিক সাবধানতার অভাবে এটি আপনার চুল পড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে।

সূত্র: আনন্দবাজার

এএমপি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।