বর্ষায় সারাদিন সুরভিত থাকবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৭ জুলাই ২০২৫

বর্ষায় সারাদিন নিজেকে স্নিগ্ধ আর সতেজ রাখতে কার না ভালো লাগে। সতেজতার প্রথম শর্ত হচ্ছে সুরভিত থাকা। ঘর থেকে বেরোনোর আগে নিজেকে একটু সুরভিত করে নিতে ব্যবহার হয় বিভিন্ন ধরনের সুগন্ধি। এই সময়ে গুমোট আবহাওয়ায় পছন্দের পারফিউমের সুগন্ধে নিমেষে মন চাঙা করে তুলতে পারে।

তবে পারফিউম যত দামিই হোক, একটা সময় পর সেই গন্ধটা ফিকে হয়ে যায়। এক্ষেত্রে চাইলেও সারাদিন সুরভিত থাকা যায় না। এমন অবস্থায় সুগন্ধি লাগানোর ক্ষেত্রে কয়েকটি বিষয়ে মেনে চলতে হবে-

গোসলের পর সুগন্ধি মাখুন

গোসলের পর ব্যবহার করতে পারেন আপনার পছন্দের সুগন্ধি। গোসলের পর শরীরের লোমকূপগুলো খুলে যায়। এতে সুগন্ধি লাগালে তা অনেকক্ষণ শরীরে স্থায়ী হয়। অনেকেই পারফিউম অয়েল বা সুগন্ধি তেল ব্যবহার করে থাকেন। দীর্ঘ সময় সুঘ্রাণ ধরে রাখতে খেয়াল রাখুন শরীরে যাতে ভেজাভাব না থাকে এবং অবশ্যই সুগন্ধহীন কোনো ময়েশ্চারাইজার মেখে নেবেন।

স্থান নির্বাচন

সুগন্ধি মাখার জন্য স্থান নির্বাচন করতে হবে। যথাযথ স্থানে সুগন্ধি ব্যবহার করা গেলে এ ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয়। পালস পয়েন্ট বা কবজি সবচেয়ে ভালো জায়গা সুগন্ধি ব্যবহারের জন্য। এখানে ধমনি খুব কাছাকাছি থাকে ত্বকের এবং এখানেই শুধু আমরা নিজেদের হৃৎস্পন্দন টের পাই। এ অংশটি বেশ উষ্ণ হয়ে থাকে। এ উষ্ণতা সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। ফলে এ স্থানটিকে সুগন্ধি ব্যবহারের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। এছাড়া আরও কিছু স্থান আছে, যেমন-কানের পেছনে, গলার পেছনে, কনুইয়ের ভাঁজে এমনকি চুলেও সুগন্ধি ব্যবহার করলে তার ঘ্রাণ অটুট থাকে অনেকটা সময়।

ঘরোয়া উপায়ে সুরভিত থাকা

বাজারে থাকা পারফিউমগুলো ছাড়াও বাসায় কিছু ঘরোয়া উপাদান সহযোগেই সুরভিত থাকা সম্ভব।

নিমপাতা

গরমে ঘাম কমানোর জন্য এবং সতেজ থাকার জন্য নিমপাতা এক অনন্য প্রাকৃতিক উপাদান। এক লিটার পানিতে কয়েক মুঠো নিমপাতা ১০-২০ মিনিট জ্বাল দিন। নিমপাতার সবুজ নির্যাসটি বেরিয়ে এলে তা গোসলের পানির সঙ্গে মিশিয়ে গোসল করে নিন। এতে শরীরে ঘাম কম হবে এবং দুগর্ন্ধও থাকবে না।

গ্লিসারিন ও গন্ধরাজ লেবু

গ্লিসারিন ও গন্ধরাজ লেবু গোসলের পর ব্যবহার করতে হবে। এক টেবিল চামচ গ্লিসারিনের সঙ্গে ৪ টেবিল চামচ পানি ও ১ চা-চামচ গন্ধরাজ লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নিন। শরীরের যেসব অংশে ঘাম হয় বেশি সে জায়গায়গুলোতে লাগিয়ে রাখলে সারা দিন সুরভিত থাকা যায়।

দুধ ও মধু

দুধের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে তা গায়ে লাগিয়ে অপেক্ষা করুন। গোসল করার সময় প্যাকটি ধুয়ে ফেলুন। দুধের সুঘ্রাণ আপনার শরীরকে সুরভিত রাখার সঙ্গে সঙ্গে সতেজতাও এনে দেবে।

নিজেই তৈরি করুন ডিওডোরেন্ট

২ টেবিল চামচ নারিকেল তেল, ১ টেবিল চামচ কর্ন স্টার্চ এবং ১ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। অল্প একটু নিয়ে আপনার আন্ডারআর্মসে ব্যবহার করুন। এটা আপনার আন্ডারআর্মের ঘাম রোধ করবে এবং দূর্গন্ধও দূর করবে। ডিওডোরেন্টটি কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন।

আরও পড়ুন

এসএকেওয়াই/কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।