পুষ্টিতে ভরপুর আস সাওয়ীক

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৪ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত

আস-সাওয়ীক একটি ঐতিহ্যবাহী খাবার। সাওয়ীক আরবি শব্দ, বাংলাতে ছাতু বলা হয়। আস-সাওয়ীক মানে হলো ছাতুর লাড্ডু। খুব সামান্য উপকরণে তৈরি খাবারটিতে রয়েছে পুষ্টির বিশাল ভাণ্ডার! এটি ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য খনিজ পদার্থে সমৃদ্ধ, যা হজমে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণ করে এবং শক্তি প্রদান করে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন-

উপকরণ
১. গম বা বার্লির ময়দা (ছাতু) ১ কাপ
২. খেজুর ২ কাপ
৩. দুধ ৫ টেবিল চামচ
৪. মাখন বা ঘি ২ টেবিল চামচ
৫. বাদাম গুড়া, তিল, নারকেল গুঁড়া, কোকো পাউডার সব ১ টেবিল চামচ করে

প্রস্তুত প্রণালি
প্রথমে ময়দা হালকা আঁচে ভেজে নিন, যতক্ষণ না বাদামি রং ধারণ করে। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। খেজুর থেকে বীজ বের করে কেটে দুধ বা পানির সঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিন। এবার একটি পাত্রে ভাজা ময়দা, খেজুর পেস্ট মাখন, মিশিয়ে নিন। মিশ্রণটি ছোট ছোট বলের মতো গড়িয়ে নিন। বলগুলোর উপর শুকনো নারকেল, তিল অথবা কোকো পাউডার দিয়ে টপিংস দিয়ে প্রলেপ দিন। এরপর পরিবেশন করুন।

এসএকেওয়াই/কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।