আজকাল পুরুষ কেন লিপস্টিক পরছে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ এএম, ২১ আগস্ট ২০২৫

লিপস্টিক নারীর ফ্যাশন অনুষঙ্গ। এখন পুরুষেরও লিপস্টিক পরার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু কেন? একসময় শোনা যেত, পুরুষের অন্যতম আকর্ষণ নাকি তার সিগারেটে পোড়া কালো ঠোঁট। এখন কি ব্যাপারটা উল্টে গেল? পুরুষেরও রঙচঙে গ্লসি ঠোঁট থাকতে হবে!

লিপস্টিক একসময় ছেলেরাই ব্যবহার করতেন। তখনকার দিনে পুরুষের লিপস্টিক পরা ছিল আভিজাত্যের প্রতীক। খ্রিষ্টপূর্ব ৪ হাজার সালে প্রাচীন মিশরীয়দের থেকেই প্রথম লিপস্টিক ব্যবহার শুরু হয়। প্রথম শতাব্দীতে রোমান পুরুষদের মধ্যে, পরে আঠারো শতাব্দীতে ফরাসি রাজ-পুরুষদের মধ্যেও জনপ্রিয়তা পায় ঠোঁটপালিশ। মেসোপটেমীয় সভ্যতায় উচ্চ শ্রেণির পুরুষেরা তাদের অলংকারগুলো দিয়ে ঠোঁটকে সাজাতেন। মিশরীয়রা তাদের ঠোঁটের জন্য ফুস-অ্যালগিন, আয়োডিন এবং ব্রোমিন ম্যান্নাইটের সংমিশ্রণে লাল রং তৈরি করতেন।

কালক্রমে সেসব হারিয়ে যায়। সম্প্রতি নতুন করে আবার ফিরেছে পুরুষের লিপস্টিক পরার সেই ফ্যাশন। ঠোঁটের সঙ্গে মানানসই লিপস্টিকই পরতে দেখা যায় তারকাদের অনেককেই। সিনেমার নায়ক বা জনপ্রিয় গায়করা লিপস্টিক পরছেন খুব স্বাভাবিক ভঙ্গিতে। বিশেষ করে তরুণ কোরিয়ান অভিনেতা ও গায়করা। চীনের সোশাল মিডিয়া সেলিব্রিটি লি জিয়াকি, যার অনুসারী ৬৪ মিলিয়নের বেশি, একবার লাইভ-স্ট্রিমারের এক সেশনে ১৫ হাজার লিপস্টিক বিক্রি করেছিলেন। ঘটনার পর তার নাম হয়ে গিয়েছিল লিপস্টিক কিং।

পুরুষদের মধ্যে কেন লিপস্টিক ব্যবহারের প্রবণতা বেড়েছে, চলুন জেনে নেওয়া যাক-

ঠোঁটের যত্ন
কিছু লিপস্টিক ঠোঁটকে ময়েশ্চারাইজ করে এবং ফাটা বা শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে। ছেলেরা তাদের ঠোঁটকে স্বাস্থ্যকর রাখতে লিপস্টিক বা লিপবাম ব্যবহার করে। লিপবাম মূলত ঠোঁটকে হাইড্রেট করে। যদিও পুরুষদের জন্য তৈরি বেশিরভাগ লিপবাম ছিল বর্ণহীন। তবে বাজারে এখন কিছু রঙিন লিপবাম পাওয়া যায়, যেগুলোকে বলা হচ্ছে ইউনিসেক্স, অর্থাৎ নারী পুরুষ যে কেউ সেটা ব্যবহার করতে পারবে।

আত্মবিশ্বাস বাড়াতে
অনেকে মনে করেন পুরুষ লিপস্টিক ব্যবহার করে তার আত্মবিশ্বাস বাড়াতে। এ ছাড়া অনেক পুরুষ মনে করে লিপস্টিক ব্যবহার করলে তাদের দেখতে আকর্ষণীয় লাগে।

আজকাল পুরুষ কেন লিপস্টিক পরছে

সামাজিক মাধ্যমের প্রভাব
সোশ্যাল মিডিয়া এবং সেলিব্রিটিদের লিপস্টিক ব্যবহারের ছবি ও ভিডিও পুরুষদের এই প্রসাধনী ব্যবহারে উৎসাহিত করছে। বিভিন্ন প্ল্যাটফর্মে পুরুষদের লিপস্টিক ব্যবহারের ছবি ও ভিডিও শেয়ার করার কারণে এটি একটি ট্রেন্ডে পরিণত হয়েছে।

ফ্যাশন সচেতনতা
পুরুষদের মধ্যে ফ্যাশন সচেতনতা বাড়ছে। তাতে যুক্ত হয়েছে লিপস্টিকের ব্যবহার। তারাও নিজেদের সৌন্দর্য নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করছেন। লিপস্টিক ব্যবহার তারই অংশ।

প্রাকৃতিক উজ্জ্বলতা
পুরুষেরা উজ্জ্বল রঙের লিপস্টিক ব্যবহার করেন, যাতে তাদের ঠোঁট প্রাকৃতিক রঙকে আরও উজ্জ্বল করে। আবার কেউ কেউ গাঢ় বা উজ্জ্বল রঙের লিপস্টিকও ব্যবহার করেন, যা তাদের ফ্যাশন স্টেটকে আরও আকর্ষণীয় করে।

বড় হচ্ছে পুরুষের সৌন্দর্যের বাজার
পুরুষদের সৌন্দর্যের বাজার ক্রমশ প্রসারিত হচ্ছে, বিশেষ করে পুরুষদের সাজসজ্জার চাহিদা পূরণের জন্য নতুন নতুন ব্র্যান্ড এবং পণ্য তৈরি হচ্ছে, সেসবের মধ্যে লিপস্টিক অন্যতম। তাদের ক্রমাগত প্রচার, বিজ্ঞাপন ও আহ্বানে পুরুষের সাজসজ্জায় তালিকায় ঢুকে পড়েছে লিপস্টিক।

কারা তৈরি করছে পুরুষের লিপস্টিক
হাতেগোনা কয়েকটি ব্র্যান্ড পুরুষের লিপস্টিক তৈরি করে। বিভিন্ন লুক দেওয়ার জন্য লিপবাম, লিপগ্লস ব্যবহার করেন অনেক পুরুষ। হালকা গোলাপি থেকে ন্যুড রঙের লিপিস্টিকও পরেন অনেকে। অ্যাডেকেট কসমেটিকস, টম ফোর্ড, ম্যাক, ডিও-এর মতো বিভিন্ন ব্যান্ড পুরুষের জন্য লিপস্টিক তৈরি করছেন। এসব জায়গায় ক্লাসিক নিউট্রাল থেকে শুরু করে বোল্ড, ট্রেন্ডি রঙ — পাওয়া যায় বিভিন্ন ধরণের শেড।

পুরুষকে লিপস্টিক পরা দেখতে পছন্দ করেন না অনেকে
পুরুষের লিপস্টিক পরাকে অনেকে মেয়েলিপনা বলে মনে করেন। যারা লিপস্টিক পরেন, তাদের সুদর্শন বলে মনে করেন না। ১৯৮৪ সালে নরম্যান মেইলার ‘টাফ গাইজ ডোন্ট ড্যান্স’ নামে একটি উপন্যাস লিখেছিলেন। পরে তিনি একই নামের একটি সিনেমাও পরিচালনা করেছিলেন। সেখানে ‘টাফ গাইজ’-এর বেশ কয়েকটি বৈশিষ্ট তুলে ধরা হয়েছে। তারা শান্ত এবং আবেগপ্রবণ নয়। তারা লিপস্টিক ব্যবহার করে না।

সূত্র: এশিয়া নিউজ নেটওর্য়াক, হাব পেইজ

এসএকেওয়াই/আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।