ঘরেই যেভাবে উদযাপন করবেন পহেলা বৈশাখ

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৩ এপ্রিল ২০২১

বাঙালি যুগ যুগ ধরে মহা আয়োজনে উদযাপন করে আসছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনটি বিশেষভাবে বরাদ্দ থাকে পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়ার জন্য। বিশেষ এ দিনে সরকারি ছুটি থাকায় সবার মনেই পহেলা বৈশাখ নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকে।

তবে গতবছরের ন্যায় এবারও ঘরে বসেই বাঙালিকে উদযাপন করতে হবে পহেলা বৈশাখ। বিশেষ আয়োজন, বন্ধু-বান্ধব ও আত্মীদের সঙ্গ ছাড়াই পরিবার নিয়ে ঘরের মধ্যে নববর্ষ বরণ করতে হবে সবাইকে!

১৪ তারিখ থেকেই কড়াকড়ি লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়ার চেষ্টা না করাই ভালো। এতে সুরক্ষিত থাকবেন আপনি এবং আপনার পরিবার। জেনে নিন ঘরেই কীভাবে নববর্ষ উদযাপন করবেন-

jagonews24

যেভাবে সাজবেন পহেলা বৈশাখে

>> গরমে সুতি কাপড়ের বিকল্প নেই। তাই বাঙালিয়ানা সাজ ফুটিয়ে তুলতে সুতির শাড়ি পরতে পারেন। বৈশাখী সাজে সুতি শাড়ি ছাড়াও সিল্ক, মসলিন, জামদানি পরতে পারেন।

>> শাড়ি একেবারেই সাদামাটা হলে বাহারি নকশার ব্লাউজ পরতে পারেন। ব্লক, বাটিক, গামছা চেকসহ বড় ফুলেল প্রিন্টের ব্লাউজ পরতে পারেন।

jagonews24

>> শাড়িতে আরামবোধ না করলে সালোয়ার-কামিজ, কুর্তি বা টপস পরতে পারেন। বর্তমানে স্কার্টও হাল ফ্যাশনে জায়গা করে নিয়েছে। পছন্দের রঙের স্কার্ট ও টপসও পরতে পারেন।

>> বর্তমানে বিভিন্ন ফ্যাশন হাউজে পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্ক পাওয়া যাচ্ছে। শাড়ি বা কামিজ যা-ই পরুন না কেন সঙ্গে ম্যাচিং মাস্ক পরতে পারেন।

>> যেহেতু গরম তাই বেশি সাজগোজ না করাই ভালো। তবে ছবি তোলার জন্য যদি ফুল কভারেজ মেকআপ করতে চান, তাহলে করতে পারেন। যেহেতু ঘরেই থাকবেন, তাই ভারি মেকআপে চিন্তা নেই।

jagonews24

>> ছেলেরা পরতে পারেন লাল, সাদা, কমলা বা মাল্টি কালার কম্বিনেশনের পাঞ্জাবি, শার্ট। সেইসঙ্গে ফতুয়া বা টি-শার্টও পরতে পারেন।

>> মেয়ে শিশুদের পরাতে পারেন ছোটদের শাড়ি, থ্রি-পিস, ফ্রগ, স্কার্ট ও টপস।

যেভাবে উদযাপন করবেন

>> খুব সুন্দর করে ঘর পরিষ্কার করুন। মনের মতো করে সাজিয়ে তুলুন আপনার ঘরটি। বিভিন্ন ফুল দিয়ে সাজাতে পারেন ঘরটি। এ ছাড়াও ছবি তোলার জন্য ঘরের কোনো একটি স্থানকে বিশেষভাবে রাঙিয়ে তুলুন ফুল কিংবা রংতুলি দিয়ে।

jagonews24

>> প্রতিবার তো ঘরের বাইরেই নববর্ষ উদযাপন করেন। এবার না হয় পরিবারকে সময় দিন। তাদের সঙ্গে গল্প ও হাসি-ঠাট্টা করুন।

>> পারলে নিজেই কিছু পদ রান্না করে পরিবারের সবাইকে চমকে দিন। পছন্দের সব খাবারে ভরিয়ে তুলুন ডাইনিং টেবিল।

>> ঘরের বাইরে যদি কোনো প্রয়োজনে বের হন; তাহলে অবশ্যই ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে পারেন।

>> বিকেলে পরিবারসহ ছাদে কিংবা খোলা বারান্দায় বসে কিছুক্ষণ আড্ডা দিতে পারেন।

জেএমএস/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।