ঘরেই যেভাবে উদযাপন করবেন পহেলা বৈশাখ
বাঙালি যুগ যুগ ধরে মহা আয়োজনে উদযাপন করে আসছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনটি বিশেষভাবে বরাদ্দ থাকে পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়ার জন্য। বিশেষ এ দিনে সরকারি ছুটি থাকায় সবার মনেই পহেলা বৈশাখ নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকে।
তবে গতবছরের ন্যায় এবারও ঘরে বসেই বাঙালিকে উদযাপন করতে হবে পহেলা বৈশাখ। বিশেষ আয়োজন, বন্ধু-বান্ধব ও আত্মীদের সঙ্গ ছাড়াই পরিবার নিয়ে ঘরের মধ্যে নববর্ষ বরণ করতে হবে সবাইকে!
১৪ তারিখ থেকেই কড়াকড়ি লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়ার চেষ্টা না করাই ভালো। এতে সুরক্ষিত থাকবেন আপনি এবং আপনার পরিবার। জেনে নিন ঘরেই কীভাবে নববর্ষ উদযাপন করবেন-

যেভাবে সাজবেন পহেলা বৈশাখে
>> গরমে সুতি কাপড়ের বিকল্প নেই। তাই বাঙালিয়ানা সাজ ফুটিয়ে তুলতে সুতির শাড়ি পরতে পারেন। বৈশাখী সাজে সুতি শাড়ি ছাড়াও সিল্ক, মসলিন, জামদানি পরতে পারেন।
>> শাড়ি একেবারেই সাদামাটা হলে বাহারি নকশার ব্লাউজ পরতে পারেন। ব্লক, বাটিক, গামছা চেকসহ বড় ফুলেল প্রিন্টের ব্লাউজ পরতে পারেন।

>> শাড়িতে আরামবোধ না করলে সালোয়ার-কামিজ, কুর্তি বা টপস পরতে পারেন। বর্তমানে স্কার্টও হাল ফ্যাশনে জায়গা করে নিয়েছে। পছন্দের রঙের স্কার্ট ও টপসও পরতে পারেন।
>> বর্তমানে বিভিন্ন ফ্যাশন হাউজে পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্ক পাওয়া যাচ্ছে। শাড়ি বা কামিজ যা-ই পরুন না কেন সঙ্গে ম্যাচিং মাস্ক পরতে পারেন।
>> যেহেতু গরম তাই বেশি সাজগোজ না করাই ভালো। তবে ছবি তোলার জন্য যদি ফুল কভারেজ মেকআপ করতে চান, তাহলে করতে পারেন। যেহেতু ঘরেই থাকবেন, তাই ভারি মেকআপে চিন্তা নেই।

>> ছেলেরা পরতে পারেন লাল, সাদা, কমলা বা মাল্টি কালার কম্বিনেশনের পাঞ্জাবি, শার্ট। সেইসঙ্গে ফতুয়া বা টি-শার্টও পরতে পারেন।
>> মেয়ে শিশুদের পরাতে পারেন ছোটদের শাড়ি, থ্রি-পিস, ফ্রগ, স্কার্ট ও টপস।
যেভাবে উদযাপন করবেন
>> খুব সুন্দর করে ঘর পরিষ্কার করুন। মনের মতো করে সাজিয়ে তুলুন আপনার ঘরটি। বিভিন্ন ফুল দিয়ে সাজাতে পারেন ঘরটি। এ ছাড়াও ছবি তোলার জন্য ঘরের কোনো একটি স্থানকে বিশেষভাবে রাঙিয়ে তুলুন ফুল কিংবা রংতুলি দিয়ে।

>> প্রতিবার তো ঘরের বাইরেই নববর্ষ উদযাপন করেন। এবার না হয় পরিবারকে সময় দিন। তাদের সঙ্গে গল্প ও হাসি-ঠাট্টা করুন।
>> পারলে নিজেই কিছু পদ রান্না করে পরিবারের সবাইকে চমকে দিন। পছন্দের সব খাবারে ভরিয়ে তুলুন ডাইনিং টেবিল।
>> ঘরের বাইরে যদি কোনো প্রয়োজনে বের হন; তাহলে অবশ্যই ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে পারেন।
>> বিকেলে পরিবারসহ ছাদে কিংবা খোলা বারান্দায় বসে কিছুক্ষণ আড্ডা দিতে পারেন।
জেএমএস/এসইউ/জেআইএম