ত্বকে গ্লিসারিন ব্যবহার করলে কী হয় জানেন?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৯ নভেম্বর ২০২১
ত্বকে গ্লিসারিন ব্যবহার করলে কী কী উপকার হতে পারে, তা কি আপনি জানেন?

খসখসে ও রুক্ষ ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনতে গ্লিসারিনের অসাধারণ গুণ

শীতকালে ত্বকের শুষ্কতা দূর করতে গ্লিসারিন অনেকের প্রথম পছন্দ। সামান্য কয়েক ফোঁটা গ্লিসারিন হাতে-পায়ে লাগালেই ত্বক কয়েক ঘণ্টা পর্যন্ত আর্দ্র থাকে। এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং নরম, মসৃণ ত্বক পেতে সাহায্য করে। কিন্তু গ্লিসারিন শুধু আর্দ্রতা যোগানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর রয়েছে আরও অনেক উপকারিতা। চলুন, জেনে নিই গ্লিসারিনের অসাধারণ গুণাগুণ:

 

jagonews24

ত্বকের জন্য গ্লিসারিনের উপকারিতা

  1. আর্দ্রতা ধরে রাখে
    প্রতিদিন গ্লিসারিন ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে। এটি বলিরেখা পড়ার সম্ভাবনা কমায় এবং ত্বক করে তোলে উজ্জ্বল ও কোমল।

  2. ব্রণ প্রতিরোধে কার্যকর
    গ্লিসারিন তেলমুক্ত ও নন-কমেডোজেনিক। এটি লোমকূপ বন্ধ না করায় ব্রণের সমস্যা অনেকটাই কমে যায়।

  3. পার্শ্ব প্রতিক্রিয়া নেই
    গ্লিসারিন সম্পূর্ণ সুরক্ষিত। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে এটি সেফ প্রমাণিত। তাই নিশ্চিন্তে এটি ব্যবহার করা যায়।

  4. ক্ষত নিরাময় করে
    ত্বকের ক্ষত বা র‌্যাশ দ্রুত সারিয়ে তুলতে গ্লিসারিন দারুণ কার্যকর। এটি ত্বকের ওপর সুরক্ষা স্তর তৈরি করে।

 

 

jagonews24

গ্লিসারিনযুক্ত পণ্য কেন ব্যবহার করবেন?

অনেক প্রসাধনী ও সাবানে গ্লিসারিন মেশানো থাকে, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তবে কোন কোন পণ্যে গ্লিসারিন থাকা বিশেষভাবে প্রয়োজন?

  • ক্লিনজার: ব্রণপ্রবণ ত্বকের জন্য গ্লিসারিনযুক্ত ক্লিনজার ব্যবহার করুন। এটি ত্বক পরিষ্কার করে এবং শুষ্কতা কমায়।
  • টোনার: সব ধরনের ত্বকের জন্য গ্লিসারিনযুক্ত টোনার দারুণ উপকারী। এটি ত্বকের অতিরিক্ত তেল ব্যালেন্স করে।
  • সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার: গ্লিসারিন সমৃদ্ধ সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।
  • ফেস মাস্ক ও সাবান: গ্লিসারিনযুক্ত পণ্য ত্বককে মসৃণ ও নরম রাখে।

পরিশেষে

গ্লিসারিনের ব্যবহার শুধু শীতকালের জন্যই নয়, বরং এটি সারা বছর ত্বকের সঠিক যত্নে সাহায্য করে। আপনি যদি ত্বকের শুষ্কতা বা অন্যান্য সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে গ্লিসারিনযুক্ত পণ্য বা DIY সমাধান ব্যবহার করে দেখুন।

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।