শীতে টি-শার্ট নিয়ে ইজির আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২১ নভেম্বর ২০২১

ফ্যাশন হাউজ ইজি পুরুষদের এক্সক্লুসিভ কালেকশনে সব সময় এগিয়ে। তাই এই শীতে ইজির সবগুলো আউটলেট সেজেছে নতুন সাজে। এবারের বিশেষ আয়োজনে রয়েছে রকমারি ফুল হাতা টি-শার্ট।

ইজিতে আরও থাকছে ফুল হাতা পলো টি-শার্ট হুডি, জ্যাকেট ও ব্লেজার। এছাড়া সোয়েটার, জিন্স, গ্যাবার্ডিন, কোর্টসহ নানা ট্রেন্ডি পোশাক তো আছেই। ট্রেন্ডি পোশাক হলেও ইজির বৈশিষ্ট্য অনুযায়ী সব পোশাকই পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে।

ঢাকাসহ সারাদেশে পাওয়া যাবে নান্দনিক সব বাহারি ডিজাইনের পোশাক। দেশের সব ইজির শোরুমে মিলছে শীতের এ বিশেষ আয়োজন।

সব পোশাক ইজি অনলাইন শপে পাওয়া যাবে: www.facebook.com/easyfashionltd.bd

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।