ভালো জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণাবলি থাকে?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:০২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
ভালো জীবনসঙ্গী হতে গেলে বেশ কয়েকটি গুণাবলি থাকা জরুরি

প্রত্যেক মানুষই একজন আদর্শ সঙ্গীর স্বপ্ন দেখেন। যিনি তার সঙ্গীকে অনেক ভালোবাসবেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সমর্থন করবেন।

একজন ভালো জীবনসঙ্গী হতে গেলে বেশ কয়েকটি গুণাবলি থাকা জরুরি। যা অনেকের মধ্যেই বিরাজ করে না। চলুন তবে জেনে নেওয়া যাক একজন ভালো জীবনসঙ্গীর কয়েকটি বৈশিষ্ট্য-

১. একজন ভালো জীবনসঙ্গী তার সঙ্গী ও পরিবারের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হন। এমন ব্যক্তিরা প্রতিকূল পরিবেশে সঙ্গীর সঙ্গ ছাড়েন না।

২. একজন ভালো জীবনসঙ্গী অন্যান্য দায়িত্বের পাশাপাশি সঙ্গীর ভালোমন্দের দিকেও সমান দায়িত্ব পালন করেন। সঙ্গীকে সময় দেন তারা।

৩. সঙ্গীর সব কাজে উৎসাহ ও সম্মান প্রদর্শন করেন এমন ব্যক্তিরা। তারা সঙ্গীকে উৎসাহ ও অনুপ্রেরণা দেন সব সময়। সঙ্গীর সিদ্ধান্তকেও সম্মান করেন। কখনো নিজের মতামত বা সিদ্ধান্ত চাপিয়ে দেন না।

আরও পড়ুন

ঋতু পরিবর্তনের সময় রোগব্যাধি এড়াতে যা করবেন
পুরুষরা যে কথা সঙ্গীর কাছ থেকে লুকিয়ে রাখেন

৪. যে কোনো সমস্যা সমাধান করে ঠান্ডা মাথায় একজন ভালো জীবনসঙ্গী। তারা এমন সমাধান বের করেন যা পরিবার ও সংসার তথা সবার জন্যই ভালো হবে।

৫. সঙ্গীর সঙ্গে যে কোনো বিষয়ে আলাপচারিতার মাধ্যমে একসঙ্গে মিলে কাজ করতে পছন্দ করেন তারা। টিমওয়ার্ক প্রতিটি বিবাহের একটি গুরুত্বপূর্ণ দিক। এই গুণ কখনো উপেক্ষা করা উচিত নয়।

৬. প্রিয় মানুষটির খারাপ দিকগুলো কখনো তুলে ধরেন না একজন ভালো জীবনসঙ্গী। বরং ভালো দিকগুলো মানুষের কাছে প্রকাশ করেন, যাতে সঙ্গীর সম্মানহানি না ঘটে।

এ ধরনের মানুষেরা দয়ালু, করুণাময়, শ্রদ্ধাশীল, সুখী ও যত্নশীল হন। এমন জীবনসঙ্গী পেলে সংসারও হয় সুখের!

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।