লা মেরিডিয়ান ঢাকায় শেফ অফ দ্য ওয়ার্ল্ড শুরু

লা মেরিডিয়ান ঢাকা তাদের অতিথিদের জন্য আয়োজন করেছে একসাথে খাবার ও রান্নার এক অপূর্ব সুযোগ। ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই আয়োজন। লা মেরিডিয়ান ঢাকার লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে প্রতি বুধবার এ সুযোগ উপভোগ করা যাবে। অতিথিরা বিশ্বখ্যাত শেফদের সাথে রান্নার সুযোগ পাবেন লেটেস্ট রেসিপির লাইভ কিচেনে।
প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত লা মেরিডিয়ান ঢাকার লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে জনপ্রতি ৩৬০০++ টাকায় এই অফার উপভোগ করা যাবে।
নির্দিষ্ট টেলিফোন অপারেটর ও ব্যাংকের গ্রাহকদের জন্য থাকছে একটি কিনলে একটি ফ্রি অফার। অতিথিরা বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৯৯০৯০০৯০০ অথবা ০১৭৬৬৬৬৭৩৪৪৩ এই নম্বরে।
এইচএন/এমএস