চাইনিজ চিকেন সুপ


প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৪ আগস্ট ২০১৪

বর্ষায় শরীর সুস্থ রাখতে, সর্দি কাশির হাত থেকে বাঁচতে খান গরম চাইনিজ চিকেন সুপ।

কী কী লাগবে

পেঁয়াজকলি-৫ থেকে ৬টা
মাশরুম-৬টা ছোট(জল ঝরানো)
চিকেন স্টক-৫ কাপ
শ্রেড করা চিকেন ব্রেস্ট-২ কাপ
ডিম-২টো(ফেটানো)
সয়সস-২ চা চামচ
নুন ও গোলমরিচ-স্বাদমতো

কীভাবে বানাবেন

পেঁয়াজকলি মিহি করে কুচিয়ে নিন। সবুজ অংশ রেখে দিন পরে গার্নিশ করার জন্য। চিকেন স্টক একটি পাত্রে আগুনে বসান। ফুটতে শুরু করলে পেঁয়াজ ও মাশরুম দিয়ে ৩ মিনিট ফোটান। এরপর চিকেনের টুকরো দিয়ে ভাল করে নেড়ে নিন। দুটো ডিম নুন ও চিনি দিয়ে ঘন করে ফেটিয়ে দিন। এবার ফেটানো ডিম আস্তে আস্তে সুপের মধ্যে ঢেলে দিন। ক্রমাগত নাড়তে থাকবেন। ২ মিনিট পর সয়সস দিয়ে ভাল করে মিশিয়ে নামিয়ে নিন। পেঁয়াজকলির সবুজ অংশ দিয়ে পরিবেশন করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।