আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লা মেরিডিয়ান ঢাকার আয়োজন


প্রকাশিত: ০৯:০০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে লা মেরিডিয়ান ঢাকা। এই উপলক্ষে লেটেস্ট রেসিপি’তে একই মূল্যে নিয়মিত বুফে লাঞ্চ এবং ডিনারের সাথে যোগ করা হয়েছে ঐতিহ্যবাহি বাংলা খাবার। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ ওইদিন অতিথিদের দেয়া হবে বিশেষ আতিথেয়তা।

নিয়মিত মূল্য ৩৬০০++ টাকায় অতিথিদের জন্য বাড়তি সুযোগ থাকবে ঐতিহ্যবাহি বাঙালি খাবারের স্বাদ নেয়ার।  বিশেষ এই আয়োজন সম্পর্কে লা মেরিডিয়ান কর্তৃপক্ষ জানায় “একুশ আমাদের গর্ব এবং আমরা এই দিন আমাদের নিয়মিত বুফে লাঞ্চ এবং ডিনারের সাথে যোগ করেছি বিশেষ বিশেষ বাঙালি খাবার। আমরা আশা করছি অতিথিরা আমাদের এই আয়োজন পছন্দ করবেন।”

টেবিল বুকের জন্য যোগাযোগ করতে পারেন +৮৮০১৯৯০৯০০৯০০ অথবা +৮৮০১৭৬৬৬৬৭৩৪৪৩ এই নম্বরে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।