শিশুকে যে বিষয়গুলো শেখানো জরুরি


প্রকাশিত: ১১:২৪ এএম, ২৫ এপ্রিল ২০১৫

পরিবারই হচ্ছে শিশুর প্রথম বিদ্যালয়। বাবা-মায়ের কার্যক্রম, শেখানো বিষয়গুলোই শিশুর সারাজীবনের পাথেয় হিসেবে কাজ করতে পারে। তাই শিশুকে আগামী দিনের একজন সফল মানুষ হিসেবে দেখতে চাইলে বাবা-মাকে সচেতন হতে হবে শুরু থেকেই-

১. কারো কাছ থেকে কোন কিছু নিলে বা গ্রহণ করার সময় ধন্যবাদ দেয়া শিশুকে শেখাতে হবে।

২. শিশুদের ছোটবেলা থেকেই শেখাতে হবে তারা যাতে বড়রা কোন কিছু নিয়ে কথা বললে বা আলোচনা করলে তার মাঝে যেন কথা না বলে।

৩. কোন কিছুকে ছোট করে দেখা বা অপছন্দ করার বিষয়টি অবশ্যই শিশুকে ছোটবেলা থেকে বুঝিয়ে বলতে হবে। তাকে বোঝাতে হবে যাতে এমন কিছু সে না বলে যাতে তার সামনে কেউ বিব্রত হয়ে পড়ে।

৪. বাসায় কেউ আসলে বা পরিচিত কারো সাথে দেখা হলে কুশলাদি জিজ্ঞেস করার ব্যাপারটি শিশুকে ছোটবেলা থেলে বুঝিয়ে বলতে হবে।

৫. কখনো কারো ঘরের দরজা বন্ধ থাকলে কিংবা এমনিতেও কোন ঘরে প্রবেশ করার আগে অবশ্যই শিশু যাতে অনুমতি নেয় কিংবা নক করে প্রবেশ করে সে ব্যাপারে শিশুকে শিক্ষা দিতে হবে।

৬. শিশুর সামনে অবশ্যই ভাষা ব্যবহারের দিক লক্ষ্য রেখে কথা বলতে হবে। তা নাহলে শিশুর খারাপ ব্যবহারের জন্য হয়তো আপনারাই দায়ী হবেন। শিশুর সাথে কথা বলার ক্ষেত্রে তাই  সচেতন হোন।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।