গরমে নিপুণের গামছা পোশাক


প্রকাশিত: ১২:১১ পিএম, ৩০ এপ্রিল ২০১৭

দেশীয় কাপড়ের ফ্যাশনকে আবার নতুন করে তরুণদের মাঝে তুলে ধরতেই ফ্যাশন হাউজ নিপুণ নিয়ে এসেছে গামছাকে। নিত্য ব্যবহার্য এই গামছা দারুণ সব উদ্ভাবনীতে ব্যবহার করা হয়েছে। নিপুণ শুধু গামছার মতো দেখতে ফেব্রিককেই নয়, তাদের এ নতুন ফ্যাশন ট্রেন্ডে ব্যবহার করেছে মূল গামছাই। তারুণ্যকে প্রাধান্য দিয়ে প্রোডাক্ট করা হয়েছে তাদের প্যাটার্ন অনুযায়ী। আর গরমের এই সময়টায় আরামের কথা চিন্তা করলে গামছার পোশাকে বিকল্প নেই।

শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, পাঞ্জাবির পাশাপাশি রয়েছে বটুয়া ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, স্যান্ডাল, পার্স ব্যাগ, অলংকার, মেয়েদের স্টাইলিস্ট টুপি, ছেলেদের জন্য উত্তরীয়। আধুনিকতা চিন্তা করে কুর্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং চাকরিজীবী নারীদের নিত্য পোশাক এই কুর্তি। তাই কুর্তিকে প্রাধান্য দিয়ে গামছার ব্যবহার করা হলো। লং কুর্তি করা হয়েছে প্যাটার্ন ধরে মূল গামছা দিয়ে।

Nipun

একই সঙ্গে নিপুণ এবার চেষ্টা করছে কেবল পোশাক নয়, গামছাকে ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে দিতে। ল্যাম্পশেড, কুইল্ট, ডাইনিং টেবিলের রানার, প্লেসমেট সব করা যায় গামছা দিয়ে এবং নিপুণ তাই করেছে।

আধুনিকতার দিকে তাকিয়ে কুর্তি করা হয়েছে একটু ঢিলে করে, নিচের দিকটা করা হয়েছে মুন শেইপ, পেছনে ওভাল শেইপের। কটি করা হয়েছে। এমনকি গামছা দিয়ে সেরওয়ানিও করা হয়েছে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।