কাপ থেকে চা ও কফির দাগ তোলার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬
ছবি: এআই

 

দিনের শুরুটা অনেকেরই চা বা কফির কাপে চুমুক দিয়েই। কিন্তু নিয়মিত ব্যবহারে সাদা কাপ বা প্রিয় মগের ভেতরে ধীরে ধীরে জমে ওঠে বাদামি দাগ। অনেক সময় শুধু সাবান বা ডিশওয়াশ দিয়ে যত ঘষাঘষিই করা হোক, দাগ সহজে উঠতে চায় না। ফলে অল্প দিনের মধ্যেই কাপের উজ্জ্বলতা হারিয়ে যায়, ম্লান হয়ে পড়ে তার সৌন্দর্য।

তবে চিন্তার কিছু নেই। ঘরে থাকা কয়েকটি সহজ উপকরণ ব্যবহার করেই খুব সহজে আবার ঝকঝকে করে তোলা যায় চায়ের কাপ ও কফির মগ। একটু যত্ন আর সঠিক পদ্ধতিই ফিরিয়ে আনতে পারে পুরোনো উজ্জ্বলতা।

আসুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায় কীভাবে এই দাগ তুরবেন -

বেকিং সোডা
রান্নাঘরের সবচেয়ে পরিচিত উপকরণ বেকিং সোডা এ ক্ষেত্রে দারুণ কার্যকর। এক চামচ বেকিং সোডার সঙ্গে অল্প পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে দাগের ওপর লাগাতে হবে। কয়েক মিনিট রেখে নরম স্পঞ্জ বা কাপড় দিয়ে ঘষলেই দাগ অনেকটাই হালকা হয়ে যাবে। খুব বেশি পুরোনো দাগ হলে একবার নয়, দুইবার ব্যবহার করলেও ক্ষতি নেই।

লেবু ও লবণ
বাড়িতেই থাকা সহজ ও কার্যকর সমাধান হতে পারে লেবু ও লবণ। চা কিংবা কফির দাগ দূর করতে লেবুর রসের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে দাগের জায়গায় ভালোভাবে ঘষে নিন। লেবুর প্রাকৃতিক অ্যাসিড দাগ ভেঙে ফেলতে সাহায্য করে, আর লবণ বাড়তি ময়লা সহজেই তুলে আনে। শুধু তাই নয়, লেবুর সতেজ গন্ধ কাপের ভেতরের জমে থাকা দুর্গন্ধও দূর করে দেয়।

cxs

ভিনেগার
কয়েক ফোঁটা ভিনেগারই ফিরিয়ে আনতে পারে কাপের হারানো সৌন্দর্য। চা বা কফির দাগ লাগা কাপে অল্প ভিনেগার ঢেলে ১৫ মিনিট রেখে দিন। ভিনেগারের প্রাকৃতিক অ্যাসিড ধীরে ধীরে দাগ নরম করে ভেঙে ফেলবে। এরপর সামান্য সাবান দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এই সহজ প্রক্রিয়াতেই কাপ হয়ে উঠবে ঝকঝকে, ঠিক যেন নতুনের মতো।

টুথপেস্ট
হালকা দাগের ক্ষেত্রে টুথপেস্টও কাজে দেয়। অল্প টুথপেস্ট নিয়ে নরম ব্রাশ বা কাপড় দিয়ে দাগের জায়গায় ঘষলে মগ আবার আগের মতো উজ্জ্বল হয়ে ওঠে। তবে জেল টুথপেস্ট নয়, সাদা টুথপেস্ট ব্যবহার করাই ভালো।

আরও পড়ুন:
বাসন পরিষ্কার করতে লেবুর সঙ্গে কী যোগ করবেন
বেসন থেকে পোকা দূর করার উপায় 

সতর্কতা
চা বা কফির কাপে দাগ পড়া এড়াতে কিছু অভ্যাস বদলালেই অনেকটাই সমস্যার সমাধান হয়। বেশিক্ষণ চা কিংবা কফি মগে রেখে না দিয়ে পান করার পর দ্রুত খালি করে ফেলুন। একই কাপ বারবার ব্যবহার না করে বদলে বদলে ব্যবহার করলে দাগ জমার প্রবণতা কমে। আর সবচেয়ে জরুরি বিষয় হলো- প্রতিবার ব্যবহারের পর কাপ ভালোভাবে ধুয়ে নেওয়া। এতে দাগ পড়ার সুযোগই থাকবে না।

লেবুতে থাকা প্রাকৃতিক অ্যাসিড খুব বেশি সময় কাপের ভেতরে রেখে দিলে কিছু কাপের রং ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দীর্ঘ সময় ভিজিয়ে না রাখাই ভালো। যেসব কাপ খুব পুরোনো, আঁকা নকশা বা সোনালি-রুপালি প্রলেপযুক্ত, সেগুলোর ক্ষেত্রে ঘষাঘষি না করে আগে হালকা জায়গায় পরীক্ষা করে নিন।

প্লাস্টিক বা খুব পাতলা কাপের ক্ষেত্রে লবণ দিয়ে জোরে ঘষলে দাগের বদলে আঁচড় পড়তে পারে।
ব্যবহারের পর অবশ্যই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর রস বা লবণের অবশিষ্টাংশ না থাকে।

সূত্র: গুড হাউজকিপিং, বেটারস হোম অ্যান্ড গার্ডেন্স

এসএকেওয়াই/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।