ত্বকের তৈলাক্তভাব দূর করবেন যেভাবে


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৬ অক্টোবর ২০১৫

ত্বকে অতিরিক্ত তৈলাক্তভাব নিয়ে ভুগে থাকেন অনেকেই। এর কারণে ব্রণসহ ত্বকে নানারকম সমস্যা দেখা দেয়। ত্বকের তৈলাক্তভাব দূর করার জন্য বেছে নিতে পারেন ঘরোয়া উপায়। চলুন, জেনে নিই-

পুদিনা পাতা পরিস্কার করে ধুয়ে অল্প পানিতে ফুটিয়ে ছেঁকে নিন। তারপর এই নির্যাস বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে এসেই ফ্রিজে রাখা পুদিনার নির্যাস ত্বকে লাগান। এতে ত্বকের তৈলাক্ততা কমবে।

তৈলাক্ত ত্বকে লবঙ্গ ও ময়দার পেস্ট ব্যবহার করতে পারেন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে তৈলাক্ততা অনেকাংশে দূর হবে।

গোসলের পানিতে আধা চা চামচ কর্পূর মিশিয়ে গোসল করুন। এতে অনেকক্ষণ ফ্রেশ থাকা যায়।

সামান্য দারুচিনি ও শঙ্খের গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে পেস্ট করে সারা মুখে ও গলায় লাগান। ৪-৫ মিনিট রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের তৈলাক্তভাব যেমন কমবে তেমনি আপনাকে অনেকক্ষণ সতেজ রাখবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।