হঠাৎ পায়ে টান ধরলে যে ফল খেলে সারবে ব্যথা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
ছবি-শাটারস্টক

অনেক সময় শরীরচর্চা করতে গিয়ে কিংবা দীর্ঘক্ষণ শুয়ে বা বসে থাকলেও পায়ে টান ধরতে পারে। এমন সমস্যার সম্মুখীন নিশ্চয়ই অনেকেই হয়েছেন।

এমনটি হলে হঠাৎ আর পা নাড়ানো যায় না। পা সোজা করতে গেল টান লেগে ব্যথা করে। এমন ক্ষেত্রে কী করবেন অনেকেই বুভে উঠতে পারেন না।

একই ধরনের সমস্যা হয় মাসিকের সময়েও। পেট ও কোমরের পেশিতে হঠাৎ টান ধরায় এমনটি ঘটে। এ ধরনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসকরা বারবার রোগীকে পানি খাওয়ার পরামর্শ দেন।

অনেক চিকিৎসকদের মতে, শরীর পর্যাপ্ত পরিমাণ পানি না পেলে বা পানিশূন্যতা দেখা দিলে পেশিতে টান ধরতে পারে। এ ছাড়াও অনেক সময় পেশির উপর অতিরিক্ত চাপ বা রক্ত চলাচলে সমস্যার কারণেও এমনটি হতে পারে।

কারও কারও ক্ষেত্রে এ সমস্যায় প্রায়ই দেখা দেয়। কারণ একদিন অতিরিক্ত পানি খেলেই তো আর এ সমস্যার সমাধান হবে না। নিয়মিত পর্যাপ্ত পানি খেতে হবে।

jagonews24

অনেক চিকিৎসকরাই বলেন, হঠাৎ পায়ে টান ধরলে কয়েক ধরনের ফল খেলে উপকার মেলে। জেনে নিন এমন সমস্যা কমাতে কোন ফল খাবেন-

জানলে অবাক হবেন, কলা এক্ষেত্রে খুবই কার্যকর। যেকোনো সময়ে হঠাৎ ব্যথা শুরু হলে কলা খেতে পারেন। কিছুক্ষণের মধ্যেই ফল পাবেন।

চিকিৎসকদের মতে, কলায় পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় পায়ে টান ধরার সমস্যায় দ্রুত সারে। নিয়মিত কলা খেলে এই সমস্যা অনেক কমিয়ে আনা যায়।

তবে কলাই একমাত্র সমাধান নয়। যেসব ফলে পটাশিয়াম বেশি থাকে সেগুলো খেতে পারেন। মাসিকের সময় নিয়মিত কোমর ও তলপেটের যন্ত্রণা দূর করতে ডাবের পানি খাওয়ার অভ্যাস করুন।

এতেও ধীরে ধীরে এমন টান ধরার সমস্যা কমবে। পাশাপাশি তরমুজ ও অ্যাভোকাডোও খেতে পারেন। এছাড়াও শরীরের পানির ঘাটিতি পূরণে রসালো ফলগুলোও খেতে পারেন।

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।