ঈদুল আজহায় মেঘের সমাহার

ঈদুল আজহাকে কেন্দ্র করে অনেকেই নতুন পোশাক কিনে থাকেন। তারা খুঁজে বেড়ান নতুন ডিজাইন, নতুন স্টাইল। তাই তো ফ্যাশন হাউজ মেঘ ঈদুল আজহা উপলক্ষে এনেছে বড়দের ও ছোটদের রকমারি পোশাক।
এসব পোশাকের মধ্যে আছে- ছেলেদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। মেয়েদের সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিচ। ছোটদের জন্য আছে ফতুয়া, পাঞ্জাবি, ফ্রক ও টি-শার্ট।
আরও পড়ুন: মায়েদেরও মন খারাপ হয়, আমরা কি তা বুঝি?
এছাড়া পরিবারের সবার ও কাপলদের জন্য রয়েছে একই রং ও নকশার পোশাক। খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে এসব পোশাক।
ঘরে বসে অনলাইনেও কেনা যাবে পছন্দের পোশাকটি। সরাসরি কিনতে চাইলে যেতে হবে শাহবাগের আজিজ সুপার মার্টেটের নিচতলায়। ফেসবুকের মাধ্যমে এই লিংক থেকেও কেনা যাবে।
এসইউ/এমএস