শুধু পানি খেয়েই একমাসে সুন্দরী
দুই সন্তানের মা সারা স্মিথের কাছে সুন্দরী হওয়াটা পানির মতই সোজা! কারণ ঘণ্টায় ঘণ্টায় শুধু পানি খেয়েই সুন্দরী হয়ে উঠেছেন সারা। নিউজ ওয়েবসাইট ডেইলি মেলকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সারা।
প্রায়ই মাথার যন্ত্রনায় ভুগতেন তিনি। চিকিৎসকের পরামর্শে ঘণ্টায় ঘণ্টায় পানি খেতে শুরু করেন তিনি। ডাক্তারের ভাষ্যানুযায়ী,` বয়সের সঙ্গে ত্বকের পানি শোষণের ক্ষমতা কমে আসে। ফলে প্রায়ই ডি-হাইড্রেশনের সমস্যা দেখা দেয়। যার জন্য ত্বকের উজ্জ্বল ভাব কমে যায়। তাই পানি খাওয়া বরাবরই ত্বকের জন্য ভালো।`
টানা ১ মাস ধরে প্রতিদিন অন্তত ৩ লিটার পানি খেয়েছেন সারা। আর তাতেই ক্রমে সুন্দরী হয়ে উঠেছেন তিনি। আপনিও চেষ্টা করে দেখবেন না কি!