সিবগাতুর রহমানের কবিতা: তৃষ্ণিত আঁখি

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৮ জুন ২০২৫

নিত্য তোমাতে মাখামাখি তবু
তোমার দেখা না পাই,
ওগো সুন্দর তব রূপের সাগরে
ডুবিয়া মরিতে চাই।

তোমার পিয়াসে কতদিন যায়
কত নিশি হয় ভোর,
দেখিতে তোমায় সদা কেঁদে যায়
এই দুটি আঁখি মোর।

বিজ্ঞাপন

দেখিতে তোমারে হে সুন্দরতম
জাগি নিশি একেলা,
তৃষ্ণিত আঁখি খোঁজে অবিরত
উতলা সারাবেলা।

ডাকি তোমায় কত মধুর নামে
সকাল দুপুর ও সাঁঝে,
নয়নে তোমারে পাই না দেখিতে
রেখেছি হৃদয় মাঝে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ওগো প্রিয়তম খুঁজছি তোমারে
জীবনের মোড়ে মোড়ে,
দেখা দিয়ে মোর মিটাও পিয়াস
রেখো নাগো আর দূরে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।