তোমাকে মনে পড়ে তখন

মাঈন উদ্দিন আহমেদ
মাঈন উদ্দিন আহমেদ মাঈন উদ্দিন আহমেদ , কবি ও কথাশিল্পী
প্রকাশিত: ১১:২৫ এএম, ২৩ জুন ২০২৫

 

তোমাকে মনে পড়ে, নিমি
যে কোনো সুরে যে কোনো গানে।

বিজ্ঞাপন

যখন শুনি—এলভিস প্রিসলি
বাট আই কান্ট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ।
যখন শুনি—কবীর সুমন
খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়।
যখন শুনি—টেইলর সুইফট
রোমিও, টেক মি সামহোয়্যার উই ক্যান বি অ্যালোন।
তোমাকে মনে পড়ে তখন।

তোমাকে মনে পড়ে, নিমি
যে কোনো সময় যে কোনো ঘটনায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যখন দেখি—একটা নদী
ঢেউ ভেঙে ধীরে ধীরে চলে যায় দূরে।
যখন দেখি—একটা ফুল
মধুকে পুঁজি করে ডাকে মৌমাছি।
যখন দেখি—একটা আকাশ
তার বুকে ধূসরিত মেঘেদের বন।
তোমাকে মনে পড়ে তখন।

তোমাকে মনে পড়ে, নিমি
যে কোনো কবিতায় যে কোনো ছন্দে।

যখন পড়ি—জীবনানন্দ
......মুখ তার শ্রাবস্তীর কারুকার্য;
যখন পড়ি—আল মাহমুদ
যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দুটি।
যখন পড়ি—শামসুর রাহমান
কোথাও কেউ নেই, ত্রিলোকে আমি একা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অথবা যখন নিজেকে পড়ি—
আদিম গুহার মতো গহীন আঁধারে ভরা একাকী এ রাত—
পাশ ফিরে শুয়ে দেখি ফুলের মতো ফোটে নাঈমা জান্নাত।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তোমাকে মনে পড়ে তখন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।