বিপুল চন্দ্র রায়ের কবিতা: পত্র দিও!

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

প্রিয়জনের কথা, চিঠির পাতায় লেখা—
একটিই কথা ছিল, “পত্র দিও!”
যখন মন খারাপের মেঘ জমে,
আকাশটা লাগে বড় বেশি ধূসর,

যদি নিভৃতে, নির্জন কোনো বিকেলে
বড্ড একাকী লাগে তোমায়,
তখন আমায় শুধু একটি লাইন লিখো—
“আমি ভালো আছি।”

পত্র দিও!
যখন মনে হবে কথা ফুরিয়েছে,
জানালা দিয়ে চাঁদ আর উঁকি দিচ্ছে না,
তখন আমায় একটি চিঠি লিখো—
“আমি তোমাকে ভাবছি।”

পত্র দিও!
যদি কোনোদিন কাজের চাপে অস্থিরতা,
ব্যস্ত জীবন করে তোমায় ক্লান্ত,
তখন আমার ঠিকানায় লিখে পাঠিয়ো—
“তোমার ভালোবাসায় শান্ত হয়েছি।”

পত্র দিও!
যদি আর কখনও পথ খুঁজে না পাও,
যদি কিছু না লিখতে পারো,
শুধু একটি নীল খাম পাঠিয়ে দিও।
আমি বুঝব, তুমি এখনও আমার অপেক্ষায় আছো।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।