পূজায় গিয়ে ধন্য

অধ্যাপক ড. আলীনূর রহমান
অধ্যাপক ড. আলীনূর রহমান অধ্যাপক ড. আলীনূর রহমান , ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১১ অক্টোবর ২০২৫

ধন্য জন্মে আমি মুসলমান
চিত্ত সুখে গাহি জয়গান
দুর্গাপূজায় গিয়ে হই ধন্য
এটা মস্ত খবর, নয় নগণ্য!

সতেরো বছর পারিনি যেতে
পারিনি প্রাণ খুলে হাসতে
এখন হাসি, মুখ খুলে বলি
মনের মাঝে নেই চোরাবালি!

কেউ পাঠাচ্ছে শুভেচ্ছা বার্তা
কেউ গিয়ে পাঠ করছে গীতা
কেউ খাচ্ছে হাসিমুখে প্রসাদ
চোখে-মুখে যেন অমৃতের স্বাদ!

পূজায় অনুদান কেউ করছে গিয়ে
কেউ প্রণাম করছে মাথা নামিয়ে
কেউ গলায় জড়াচ্ছে মালা
হোক চেহারা সাদা বা কালা!

অর্জিত হয় কত অভিজ্ঞতা
সৃষ্টিকর্তাকে জানায় কৃতজ্ঞতা
হিন্দু-মুসলমান ভাই ভাই
তোমাদের সালাম জানাই!

মুদ্রার এপিঠ-ওপিঠ আমরা
একই দেহ-রক্ত-আত্মা-চামড়া
তোমরা রাখো সন্তানের নাম
বিষ্ণু-কৃষ্ণ-রাধা-রানী-রাম!

আমরা ভাই-ভাতিজার রাখি নাম
মুহাম্মদ-মূসা-ইছা-আইয়ূব-সাদ্দাম
হিন্দু-মুসলমান মিলে তাকাই যেদিক
তাঁরা ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতীক!

একদিকে রোজা, অন্যদিকে পূজা
একই মুদ্রার দুই সাইড সোজা
বিষয়টি বোঝা অতি সহজ-সরল
দুয়ের পার্থক্য শুধু ভাষার গরল!

তোমাদের উলুধ্বনি, আমাদের আজান
যাতে লুকায়িত সৃষ্টিকর্তার জয়গান!
কেউ বলে ‘ইসলাম’ ধর্মের নাম নয়
সংসদে গিয়ে বলবো, যদি সুযোগ হয়!

হিন্দু-মুসলমানে পার্থক্য কই
চেহারা-জামা-কাপড় একই
কাটা চামড়া দুই হাতে চেপে
পার্থক্য পাবে ইঞ্চি পরিমাপে!

পারস্পরিক বিভক্তি কেন আর
দেশের তরে কাজ করি যে যার
ভুলে গিয়ে সব ধর্মীয় ব্যবধান
শান্তি প্রতিষ্ঠায় রাখি অবদান!

হে মাবুদ পাঠিয়েছো করে মুসলমান
ভোটের আশায় না হই বেঈমান
মনের কালিমা করে দাও সাফ
দাও হেদায়েত, করে পাপ মাফ!

এমএমএআর/এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।