নাজমুস সায়েমের কবিতা

তোমাতেই লেখা আমার মরণ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২২ নভেম্বর ২০২৫
কবি নাজমুস সায়েম

তুমি কী চাও বলো
আমার দুঃখ হতে?
বেদনায় মোড়ানো তীক্ষ্ণ ব্যথার জল
আমার চোখ হয়ে গড়াতে!
বিসর্জন দিতে হবে আমার
যত সুখ, শুধু তোমায় পেতে?

তবে বেশ তো!
আমি তোমায় পেতে হতে রাজি দুঃখবিলাসী,
তোমার পথ চেয়ে থেকে, আমি দুঃখ নিয়ে হাসি।
তোমায় পেয়ে গেলে আমি কষ্ট নেবো বরণ,
তোমায় পেলে আমি সুখরে করবো বারণ।

তবুও দেখা দাও, তুমি আমার হও
আমি চেয়ে আছি তোমাতে,
অদৃশ্য না জেনেও আমি জানি,
তোমাতেই লেখা আমার মরণ।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।