শাহানাজ শিউলীর ছড়া

সবুজ পাতায় লাল সূর্য

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি

সবুজ পাতায় লাল সূর্য
টগবগিয়ে ওঠে,
রক্তে ভেজা গোলাপগুলো
থোকা থোকা ফোটে।

সবুজ পাতায় আলোর মিছিল
স্বপ্ন চোখের আশ,
মাটির মায়ায় বাঁধা প্রাণ
দেশ-প্রীতির বাস।

সবুজ পাতায় রক্তে আঁকা
স্বাধীনতার মান,
তারই সুরে বাজায় বাঁশি
লাল-সবুজের গান।

সবুজ পাতায় আলোর শিখায়
আঁধার থাকে ঢাকা,
রক্তে ভেজা মাটির বুকে
বীর যোদ্ধা রাখা।

রক্ত নদীর ঢেউয়ের কথা
সাক্ষী পাতায় পাতায়,
লাল-সবুজের সেই ইতিহাস
লেখা জীবন খাতায়।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।