এম এম উজ্জ্বলের একগুচ্ছ কাপলেট

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি

০১
শীতের বিষণ্ণতায় যে পাতা ঝরে, সেও জানে—
শোক ভুলে—নতুন পাতায় গাছ সাজবে বসন্তে।

০২
ঝিনুক চায়, মুক্তাও—ঘটুক বিচ্ছেদ
অভিমান কেটে গেলে রয়ে যায় খেদ।

০৩
শহরে অক্সিজেন খুঁজে টবে-বনসাইয়ে
কংক্রিটে পানি ঢালে যদি ফুল ফোঁটে।

০৪
জালে বসে মাকড়শা বাগ্মীতায় চায় আলিঙ্গন
গিরগিটিও রং বদলায় করে স্মৃতি রোমন্থন।

০৫
সৌন্দর্য গর্বে সর্বদা আত্মহারা শিমুলের ফুল
না-বাঁধে খোঁপায়, না-ওড়ে ভ্রমর—পায় না কুল।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।