‘পল্লীকবি বাংলার অপরূপ সৌন্দর্য বিশ্বব্যাপী তুলে ধরেছেন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৪ মার্চ ২০২২

ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের ৪৬ তম মৃত্যুবার্ষিকী নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল ৮টায় ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি অতুল সরকারের নেতৃত্বে শহরের গোবিন্দপুরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা পুলিশ, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

jagonews24

সকাল সোয়া ৮টায় কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে কবি ও তার পরিবারের যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

আবু সুফিয়ান চৌধুরী কুশলের পরিচালনায় সভায় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, স্থানীয় সরকারের উপ-পরিচালক আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ মো. আহসান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল ফয়েজ শাহনেওয়াজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

jagonews24

আলোচনা সভায় বক্তব্য রাখেন কবিপুত্র ড. জামাল আনোয়ার, ডা. এমএ জলিল, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মণ্ডল, কবি শওকত আলী জাহিদ, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পল্লীকবি জসীম উদদীন বাংলার অপরূপ সৌন্দর্য তার সাহিত্য ও কবিতার মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরেছেন। গ্রাম-বাংলার সেই রূপ সৌন্দর্য অনুধাবন করতে হলে জানতে হবে পল্লীকবি জসীম উদদীনকে, পড়তে হবে তার কবিতা ও গ্রন্থাবলি। যিনি গাছের পাশে, নদীর পাড়ে মাটিতে বসে মাটির সাথে মিশে গিয়ে কবিতা, গল্প লিখতেন। তিনি বলেন, রূপসী গ্রাম বাংলাকে তার মতো ভালোবেসে অন্য কেউ সাহিত্য রচনা করেননি। জসীম উদদীন পল্লীর মানুষকে নায়ক-নায়িকায় পরিণত করেছেন।

jagonews24

আসমানী, গুনাই বিবি, রুপাই, সাজু প্রভৃতি তার সৃজিত শ্রেষ্ঠ চরিত্র। তিনি একজন বিখ্যাত বাঙালি কবি। তিনি বাংলাদেশে ‘পল্লীকবি’ হিসেবে পরিচিত। তার লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। আজ ডিজিটাল যুগে গ্রাম বাংলার সেই রূপ সৌন্দর্য প্রায় হারিয়েই গেছে। গ্রাম বাংলার সেই রূপ সৌন্দর্য অনুধাবন করতে হলে জানতে হবে পল্লীকবি জসীম উদদীনকে, পড়তে হবে তার কবিতা-গ্রন্থাবলি।

পল্লীকবিকে স্মরণ রাখতে কবিকে নিয়ে সারাবছর বিভিন্ন অনুষ্ঠান করতে আহ্বান জানান অতুল সরকার। তিনি জানান, আগামী ঈদের পর জসীম পল্লীমেলা আয়োজন করা হবে। তবে এবারের মেলা ভিন্নভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। মেলা যেন পল্লীকবি জসীম উদদীনকে স্মরণ করিয়ে দেয় সে জন্য মেলা চলাকালীন নিয়মিত কবির জীবনী নিয়ে আলোচনা, কবির লেখা বিভিন্ন গান, কবিতা, গল্প উপস্থাপনের ব্যবস্থা থাকবে। এছাড়া এই জনপদে আরও যে সব কবি, লেখক বা সাহিত্যিক রয়েছেন তাদের নিয়েও বিভিন্ন অনুষ্ঠানের চিন্তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এন কে বি নয়ন/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।