একটি স্বাধীনতা এবং নতুন সূর্য

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৭ মার্চ ২০২৩

আলাউদ্দিন হোসেন

একটি স্বাধীনতা

সবুজ মাঝে লাল সূর্য
কোটি মুখে হাসি,
রক্তেমাখা বিজয় নিশান
অবাক বিশ্ববাসী।

বাংলাজুড়ে হই-হুল্লোড়
লাল-সবুজে জয়,
বীর বাঙালি চির অমর
চির অকুতোভয়।

রক্ত দিয়ে জীবন দিয়ে
সবুজ মাঝে লাল,
মুক্তাকাশে স্বাধীনচেতা
কোটি বাঙালির পাল।

****

নতুন সূর্য

মার্চ মানে সারাবাংলা
রক্তে রঙিন মালা,
মার্চ মানে বাঙালির
যুদ্ধ জয়ের পালা।

মার্চ মানে বোমা-বারুদ
গর্জে ওঠা শক্তি,
মার্চ মানে দেশ বাঁচাতে
মনেপ্রাণে ভক্তি।

মার্চ মানে লক্ষ বাঙালি
বিলিয়ে দেওয়া প্রাণ,
মার্চ মানে মুজিব কণ্ঠ
নতুন দিনের গান।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।