মিথ্যার রুপালি প্রলেপ এবং বিচ্যুতির স্থির কবিতা

আনিস ফারদীন
মিথ্যার রুপালি প্রলেপ
শব্দবোমার আঘাতে ক্ষত-বিক্ষত বুক
বিস্তর আঁধার পথ উন্মোচিত সম্মুখে;
বিভেদের ভারিক্কী চাল, অজানা দূরত্ব
ঘোর অমানিশার এক যাপিত জীবন।
আরাধ্য জীবনে অচেনা পথ, অস্থির রাত
মগজে ঘুরপাক খায় অবহেলিত প্রতিধ্বনি;
বুকে জমা কতশত মিথ্যে প্রতিশ্রুতি
বেহিসেবি শব্দে ভেঙে যায় যত স্বপ্ন।
ছলচাতুরি, ক্রমাগত মিথ্যের ফুলঝুরি
ক্ষণে ক্ষণে আহত হয় বিদীর্ণ এ বুক;
ক্ষত সাজে মিথ্যে রুপালি প্রলেপে
প্রতিনিয়ত বুক বয় শব্দবোমার আঘাত।
****
বিচ্যুতির স্থির কবিতা
স্মৃতির কোলাজে সব বিষণ্ন প্রতিচ্ছবি
গাঢ় নীলে জেঁকে বসে মজ্জা-মগজ;
মাদকতার পেয়ালায় ঠেকে ভূতুড়ে অনুভূতি
রোদেলা দুপুরেও আঁধারের বিস্তীর্ণ রেখা।
অদ্ভুত ভাবনায় পূর্ণ কিস্তির সকল খাতা
অভিমানে জ্বলসে ওঠে এক ফালি চাঁদ;
আচানক ঠেকে অখণ্ড চেনা চারপাশ
জমা হয় বিভেদের সারি সারি পাহাড়।
স্তূতির খেরোখাতা হয়ে যায় তীব্র বিস্বাদ
অবেলার বরফে জমে চোখের নোনতা জল;
সব থমকে যায় বিচ্যুতির স্থির কবিতায়
স্মৃতিরা যে ক্রমশ হয়ে ওঠে তীব্র অভিমানী।
এসইউ/এমএস