প্রেমপত্র

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ১২ জুন ২০২৩
ছবি- কমল

রবিউল কমল

এই যে তুমি ফুল হয়ে রোজ
গাছের ডালে, পাতার ফাঁকে
লুকিয়ে থেকে ফোটো-
কখনো খুব লাল হয়ে যাও
কী সব ভেবে, কার বা ডাকে
এদিক-ওদিক ছোটো।

বিজ্ঞাপন

এই যে তুমি নীল হয়ে যাও
ওই আকাশে লুকিয়ে থেকে
মেঘের সাথে ভাসো-
অভিমানের পর্ব ভুলে
কদম ছুঁয়ে আকাশ থেকে
বৃষ্টি হয়ে আসো।

এই যে আমি মেঘবালক
মেঘের থেকে, রাতের থেকে
ধার করেছি ভাব-
আর তুমি তো ফুল হয়েছো
মেঘ হয়েছো, নীল হয়েছো
এ কেমন স্বভাব?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।