একটা তুমি এবং নির্লজ্জ ভালোবাসা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

ওয়ালিদ জামান

একটা তুমি

বিজ্ঞাপন

একটা তুমি মনের ভেতর থাকো
একটা তুমি অনেক দূরে
একটা তুমি আড়াল থেকে দেখো
একটা তুমি দু’চোখ ভরে!

একটা তুমি আমার কথা রাখো
একটা তুমি ছেড়া তারে
একটা তুমি ভালোবাসা মাখো
একটা তুমি অচিনপুরে!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একটা তুমি গায়ের গন্ধ শোঁকো
একটা তুমি দূর পাহাড়ে
একটা তুমি তোমার দুঃখ রুখো
একটা তুমি বাহুডোরে!

একটা তুমি জড়িয়ে থাকা সুখও
একটা তুমি শূন্য হৃদয়জুড়ে
একটা তুমি আগলে রাখা দুঃখও
একটা তুমি জিতিয়ে দেওয়া হারে!

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্লজ্জ ভালোবাসা

যদি প্রভাত আসার আগে
ভালোবাসা বন্দি হতে আসে
খুব অভিমান হিংস্র রাগে
অকাল কোনো সর্বনাশে!

যদি কোনো ভরদুপুরে
ভালোবাসা বিষাদ নিয়ে আসে
খুব যতনে আমায় পুড়ে
তোমার দেওয়া বিষে!

বিজ্ঞাপন

যদি কোনো সন্ধ্যাবেলা
ভালোবাসা আঁধার নিয়ে আসে
খুব জমানো অবহেলা
নির্লজ্জ হাসি হাসে!

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

যদি কোনো গভীর রাতে
ভালোবাসা মুক্ত হতে আসে
খুব খেয়ালে কারো সাথে
মিথ্যে ভালোবাসে!

এসইউ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।