আমি এক ফিলিস্তিনি বলছি

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২১ মার্চ ২০২৫
হামলায় বিধ্বস্ত গাজা, ছবি- এএফপি

শাহজাদা নাহিদ

আমি এক ফিলিস্তিনি বলছি—
হে আকসা, তুমি আমার প্রথম ও শেষ প্রেম।
তোমাকে যারা দখল করতে চায়;
সেই জালিমদের আমি করবো নিঃশেষ।

আমি এক ফিলিস্তিনি বলছি—
যার দিন-রাত যায় শুনে বারুদের আওয়াজ;
যার চোখ দেখে শুধু রক্তের নদী
কর্ণদ্বয় শোনে ক্রন্দন-বাঁশি।
আমি এক ফিলিস্তিনি বলছি।

যে ভোরে গল্প করা বন্ধুর লাশ বিকেলে করেছে দাফন;
সদ্য ভূমিষ্ঠ সন্তানকে হারিয়েছে আজ স্বজন।

আমি এক ফিলিস্তিনি বলছি—
প্রভাতে যার ঘুম ভাঙে মুয়াজ্জিনের কান্নামিশ্রিত আজান শুনে;
চোখ খুলে দেখে সে আছে রক্ত-সমুদ্রে।

হায়! এ কী হলো? এ কী দেখছে সে?
ভাই শেষ, বোন শেষ, শেষ প্রিয় বাবা;
বোমার আঘাতে হলেন শহীদ জন্মদাত্রী মা।
প্রিয়দের বিয়োগব্যথায় হচ্ছে হৃদয় চূর্ণ;
স্মৃতিগুলো ভাসছে চোখে, হচ্ছে অন্তরে রক্তক্ষরণ।

আকসাকে আজ করবেই স্বাধীন, পড়েছে সে কাফন;
ফজর শেষে যুদ্ধ সাজে নামলো সে রণ-মাঠে।
তার অস্ত্রের আঘাতেই আজ পড়লো অনেক জালিমের লাশ—
হঠাৎ করে কর্ণকুহুরে উঠলো ভেসে কষ্টের আভাস।

প্রিয়দর্শিনী যে নিয়েছে বিদায় এ ধরা থেকে আজ—
বুকটা যে তার হয়েছে চূর্ণ, সহ্য যে আর হয় না।
তবুও সে আজ মহাখুশি, হয়েছে শহীদ-পত্নী,
আর কী বলো তার বায়না।

নেই আফসোস, নেই আফসোস, বলে করে সে চিৎকার—
মুক্ত যেন হয় আল কুদস, রবের কাছে তার আবদার।
রাগ হচ্ছে নাকি হে দখলদার?
অচিরেই তোরা হবি ধ্বংস, বিজয় হবে আল আকসার।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।