ইমরান মাহমুদের ছড়া: শৈশব

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৫ মে ২০২৫

 

শৈশবের স্মৃতিগুলো
নিয়ে যায় অতীতে,
সময়ের রেলগাড়ি
ছুটে চলে গতিতে!

মন চায় ফিরে যাই
থেকে যাই সেখানে,
নিষ্পাপ মনগুলো
রয়ে গেছে যেখানে!

কারো ক্ষতি লোকসান
যেই মন বোঝে না,
কোনো কাজে স্বার্থ
সেই মন খোঁজে না।

সেথা শুধু দুষ্টুমি
আর ছিল বায়না,
সোনালি দিনগুলো
আর পাওয়া যায় না!

তবু খুঁজি চারিদিকে
দিনগুলো কই সব,
কত মন ডাকে তোকে
ফিরে আয় শৈশব!

ছড়াকার: শিক্ষার্থী, ডিগ্রি ২য় বর্ষ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।