শুরু হচ্ছে দ্বিতীয় বেঙ্গল লাইটস লিটারেরি কনক্লেভ
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর আয়োজনে আগামী ২-৩ মে বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বেঙ্গল লাইটস লিটারেরি কনক্লেভ।
এ বছরের প্যানেল বক্তারা চারটি মহাদেশের আটটি দেশ থেকে অংশগ্রহণ করবেন। কনক্লেভের প্রতিপাদ্য বিষয় ‘ডিসেন্ট, রিপোর্টেজ অ্যান্ড লিটারেচার’।
এ বছরের প্রধান বক্তা হিসেবে থাকছেন ন্যাশনাল বুক এওয়ার্ড ফর ফিকশন বিজয়ী বই ‘ইউরোপ সেন্ট্রাল’এর রচয়িতা মার্কিন লেখক ও সাংবাদিক উইলিয়াম টি ভোলম্যান।
কনক্লেভে অংশগ্রহণ করছেন, ‘দ্য থাউজেন্ড ফেসেস অফ নাইট’ শীর্ষক বইয়ের রচয়িতা ভারতীয় লেখক ও সম্পাদক গীতা হরিহরণ এবং পাকিস্তানি সাংবাদিক ও লেখক সাবা ইমতিয়াজ।
এছাড়া আরো থাকছেন ভারতীয় সাংবাদিক ও লেখক সুদীপ চক্রবর্তী, নাইজেরিয়ান ঔপন্যাসিক এ. ইগোনি ব্যারেট ও তার স্ত্রী ডাচ লেখক ও সাংবাদিক ফেমকে ভন যেজিল, জার্মান লেখক ও প্রকাশক মাইকে জিয়েরভোগেল, ইক্যুটেরিয়াল গিনির নির্বাসিত লেখক হুয়ান টমাস আভিলা লওরেল, মার্কিন কবি ও অনুবাদক ডেভিড শুক এবং মার্কিন সম্পাদক ও প্রকাশক সি পি হেইসার।
তাদের সাথে থাকবেন বাংলাদেশের লেখক ও বিশেষজ্ঞরা যাদের মধ্যে রয়েছেন সলিমুল্লাহ খান, সৈয়দ মনজুরুল ইসলাম, কে আনিস আহমেদ, কাজী নাবিল আহমেদ এবং জাফর সোবহান।
এআরএস/পিআর