করোনায় মারা গেলেন শঙ্খ ঘোষের স্ত্রীও

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৯ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার ৮ দিনের মাথায় মৃত্যু হলো তার স্ত্রী প্রতিমা ঘোষেরও। তিনিও করোনা আক্রান্ত ছিলেন। খবর আনন্দবাজার।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোর ৫টায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় প্রতিমা ঘোষের বয়স হয়েছিল ৮৯ বছর।

পরিবার সূত্রে খবর, শঙ্খ ঘোষের মৃত্যুর পর গত কয়েকদিনে প্রতিমা ঘোষের শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, তাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না। ফলে শঙ্খ ঘোষের মতো তারও বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু তিনিও না ফেরার দেশে চলে যান।

দীর্ঘদিন ধরে অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন প্রতিমা দেবী। বিদ্যাসাগর কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ছিলেন তিনি। লিখেছেন একাধিক বই।

এর আগে ২১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান কবি শঙ্খ ঘোষ

জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।