ন্যায্য মজুরি ও সম্মানের অভাবে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকরা
বোরো ফসলের অফুরন্ত ভান্ডার হিসেবে পরিচিত কিশোরগঞ্জ জেলা। একসময় এই জেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুমে স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো কৃষি শ্রমিকের আগমন ঘটতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ধান কাটার মৌসুমেও শ্রমিক সংকট ক্রমেই প্রকট হচ্ছে।
বৈশাখের প্রখর রোদ ও ঝড়-বৃষ্টির মধ্যে কষ্ট করেও ন্যায্য মজুরি না পাওয়ায় অনেক শ্রমিকই এখন আর এই পেশায় থাকতে আগ্রহ দেখাচ্ছেন না। পেশা বদল করে কেউ প্রবাসে পাড়ি জমাচ্ছেন, কেউ কেউ গার্মেন্টস ও নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন। এছাড়াও কৃষিতে যান্ত্রিকীকরণের প্রভাবে কমছে কৃষি শ্রমিক। আগে বোরো ধান কাটার মৌসুমে কিশোরগঞ্জ জেলায় লাখো শ্রমিক কাজ করলেও চলতি মৌসুমে ৪৫ হাজার শ্রমিক কাজ করছেন।

মিঠামইন হাওরের কৃষক মারুফ মিয়া জানান, আগের মতো আর সহজে শ্রমিক পাওয়া যায় না। দিনে দিনে কমে যাচ্ছে ধান কাটার শ্রমিকের সংখ্যা। বৈশাখের প্রখর রোদ ও ঝড়-বৃষ্টির মধ্যে হাওরে ধান কাটা অনেক কষ্টের কাজ। তাই অনেক শ্রমিক তাদের পেশা বদল করছেন।
কটিয়াদী উপজেলার করগাঁও এলাকার কৃষক আশরাফুল ইসলাম জানান, আগে বোরো ধান কাটার সময় প্রতিদিনই ভোরে করগাঁও স্কুল মাঠে কৃষি শ্রমিকের হাট বসতো। এই হাটে স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শ্রমিকের আগমন ঘটতো। এখন এই কৃষি শ্রমিকের হাট আর বসে না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষি শ্রমিকও আসে না।
- আরও পড়ুন
- বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি
- সংগঠন না থাকায় শ্রমিক বলেও গণ্য হন না কৃষকরা
- শ্রমিকের বাধ্যতামূলক তহবিল-আপদকালীন মজুরি বিমা চালুর সুপারিশ
নিকলী হাওরের কৃষক মকবুল হোসেন বলেন, কৃষিশ্রমিক কমে যাওয়ার মূল কারণ কৃষিতে যান্ত্রিকীকরণের প্রভাব। শ্রমিক দিয়ে ১ একর জমির ধান কাটতে সময় লাগতো ৫-৬ ঘণ্টা, আর এই জমির ধান মেশিন দিয়ে কাটতে সময় লাগে ১ ঘণ্টা। এছাড়াও কৃষিকাজ খুব কষ্টের কাজ, এটাও একটা কারণ।
নিকলী হাওরের ধান কাটতে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে ১৬ জনের একটি দল নিয়ে এসেছেন ষাটোর্ধ্ব রুহুল আমিন।
তিনি জানান, ৩০ বছর ধরে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুমে শ্রমিক হিসেবে কাজ করতে আসেন। আগে দেখতাম রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার শ্রমিক হাওরে ধান কাটাতে আসতো। গত বছর কম শ্রমিক আসছিল, এ বছর আরও কম শ্রমিক এসেছে। হাওরে রোদ-বৃষ্টিতে কাজ করা অনেক কষ্টের, রোজগারও কম। আগে আমার দলেই ছিল ৬০ থেকে ৬৫ জন। এখন এই দল ১৬ জনে নেমে এসেছে। অনেকেই এই পেশা বদল করে বিদেশে চলে গেছে।
ময়মনসিংহ থেকে ইটনা হাওরে ধান কাটতে আসা রহিম মিয়া জানান, যুগের পর যুগ ধরে কৃষিকাজে যুক্ত থাকলেও এখন অনেকেই বাপ-দাদার এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আমরা কৃষি শ্রমিকরা দৈনিক কঠোর পরিশ্রম করেও ন্যায্য মজুরি পাচ্ছি না। ধান কাটার মতো মৌসুমী কাজ থেকে বছরে অল্প আয় হয়, যা দিয়ে আমাদের পরিবার চালানো দুষ্কর। এই আর্থিক অনিশ্চয়তার কারণে আমাদের অনেকেই বিকল্প পেশায় যুক্ত হচ্ছেন।
মিঠামইন হাওরের কৃষক জিলানী ভূইয়া বলেন, শিক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম অফিস বা শহরের চাকরিকে বেশি সম্মানজনক ও আরামদায়ক বলে মনে করছে। তারা কৃষিকাজকে ‘নিম্নমানের পেশা’ হিসেবে ভাবছে। তাই স্থানীয় কৃষিশ্রমিকও কমে যাচ্ছে।

কৃষিশ্রমিক মনিরুজ্জামান বলেন, আগে বোরো ধান কাটার মৌসুমে হাওরে এত বজ্রপাত হতো না, এখন কয়েক বছর ধরে বজ্রপাত বৃদ্ধি পেয়েছে হাওরে। বজ্রপাতে অনেক কৃষিশ্রমিক মারা যাচ্ছে। এই ভয়েও অনেক শ্রমিক হাওরে কাজ করতে আসতে চায় না। এ কারণেও তারা অন্য নিরাপদ পেশার দিকে ঝুঁকছে।
কৃষিশ্রমিক নুরুল ইসলাম জানান, এখনতো আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে। তাই আমাদের অনেকেই মনে করেন, কৃষিশ্রমিক হিসেবে কাজ করলে সমাজে তাদের মর্যাদা কমে যায়। তাই তারা অন্য পেশায় যেতে আগ্রহী হচ্ছেন, বিশেষ করে যুবসমাজ।
নিকলী হাওরের কৃষক মানিক হোসেন বলেন, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার টিলার ইত্যাদি কারণে কৃষিকাজ দ্রুত ও সাশ্রয়ী হয়েছে। শ্রমিকরাতো আর মেশিনের সঙ্গে কাজ করে পারবে না। তাই অনেকেই এই পেশা ছাড়তে বাধ্য হচ্ছে।
অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, আগে এক সময় কৃষিশ্রমিক হিসেবে হাওরে অনেক তরুণ-যুবক শ্রমিক দেখা যেত। কিন্তু বর্তমানের তরুণ-যুবকরা চাকরি, ব্যবসা বা বিদেশে যাওয়ার সুযোগকে বেশি গুরুত্ব দেয়। অনেকেই মনে করেন কৃষিকাজ অসম্মানজনক। ফলে তারা বাবার এ পেশা অনুসরণ করতে চাচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শহরমুখী প্রবণতা এবং শ্রমের অবমূল্যায়নে দিন দিন ধান কাটার শ্রমিক সংকট বাড়ছে। কৃষি খাতে টেকসই সমাধান আনতে হলে শ্রমিকদের জন্য নির্ধারিত ন্যায্য মজুরি, স্বাস্থ্য ও সম্মান নিশ্চিত করতে হবে এবং কৃষি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা জোরদার করতে হবে। এসব সমস্যা যদি দ্রুত সমাধান না করা যায়, তাহলে কৃষিতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষক ও শ্রমিক উভয়েই ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন তারা।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মন বলেন, কৃষি খাতকে টিকিয়ে রাখতে হলে কৃষি শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে। মৌসুমি কাজ ছাড়াও কৃষি কাজে বিকল্প কাজের সুযোগ তৈরি করে হবে। সরকারকে কৃষি শ্রমিকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। আধুনিক কৃষি প্রশিক্ষণ ও যন্ত্র ব্যবহারের শিক্ষা দিয়ে কৃষিকাজে অংশগ্রহণে তরুণদের উৎসাহিত করতে হবে।
কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান জানান, আগে যেখানে কিশোরগঞ্জের হাওরাঞ্চলেই লাখো কৃষিশ্রমিক কাজ করতো, সেখানে চলতি বোরো মৌসুমে জেলায় ৪৫ হাজার ৬০ জন কৃষিশ্রমিক কাজ করছে। কারণ সব কৃষকই তার কষ্টের ফসল দ্রুত ঘরে তুলতে চান। হাওরে যেকোনো সময় প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই কৃষিতে যান্ত্রিকীকরণের প্রভাব বিস্তার করছে। বিশেষ করে চলতি বোরো ধান কাটার মৌসুমে কিশোরগঞ্জে ৫৭১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধানা কাটা হচ্ছে। এই মেশিনের মাধ্যমে ধান কাটা হচ্ছে বলেই দ্রুত হাওরের ধান কাটা শেষের দিকে। কৃষকেরাও দ্রুত তার ধান করে তুলে নিরাপদ বোধ করছে।
এফএ/জিকেএস
টাইমলাইন
- ০৯:১৭ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিক সুরক্ষায় আইন আছে, কিন্তু কতটা কার্যকর?
- ০৮:৫৮ পিএম, ০১ মে ২০২৫ দেশে ৪৪ লাখ প্রাতিষ্ঠানিক শ্রমিকের ১৮ লাখ আরএমজির
- ০৮:৩৬ পিএম, ০১ মে ২০২৫ ‘বিরতিহীন’ কাজে দিশেহারা পরিবহন শ্রমিকরা, বাড়ছে দুর্ঘটনা
- ০৮:১৩ পিএম, ০১ মে ২০২৫ পুলিশের ডিউটির শুরু আছে শেষ নেই
- ০৭:৩২ পিএম, ০১ মে ২০২৫ শিল্প-কারখানার মালিকানার একটি অংশও শ্রমিকদের দিতে হবে
- ০৭:২৪ পিএম, ০১ মে ২০২৫ রেমিট্যান্সযোদ্ধাদের চোখে মে দিবস
- ০৭:১০ পিএম, ০১ মে ২০২৫ ‘আইজ কামাই বেশি হইলে কাইল কাজে যাইবো না’
- ০৭:০৫ পিএম, ০১ মে ২০২৫ ঢাকার শ্রম আদালতে ঝুলছে সাড়ে ১০ হাজার মামলা
- ০৬:৩৭ পিএম, ০১ মে ২০২৫ জীবন মানেই দৌড়, থামলেই আয় বন্ধ
- ০৫:১৫ পিএম, ০১ মে ২০২৫ প্রবাসে ছুটিহীন মে দিবস
- ০৪:৪৮ পিএম, ০১ মে ২০২৫ মে দিবসে অন্যান্য দেশে যত মজার রীতি
- ০৪:৪১ পিএম, ০১ মে ২০২৫ মে দিবস আসে যায়, ভাগ্য বদলায় না মোজাম্মেলদের
- ০৪:৩৭ পিএম, ০১ মে ২০২৫ ‘বাংলাদেশি শ্রমিকদের অবদান কখনই ভুলবো না’
- ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ঘাড়ে পা রেখেই সব সরকার দুর্নীতি করে: শেখ ফজলে বারী
- ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ মালয়েশিয়ায় যেসব কারণে বেতন কম বাংলাদেশি শ্রমিকদের
- ০৪:১৭ পিএম, ০১ মে ২০২৫ কাম করে ভাত খাই, দিবস দিয়ে কী করমো
- ০৪:১৬ পিএম, ০১ মে ২০২৫ কর্মজীবী নারীরা কতটা নিরাপদ?
- ০৩:৫৪ পিএম, ০১ মে ২০২৫ একমাত্র শ্রমই পারে সফলতা বয়ে আনতে
- ০৩:৫০ পিএম, ০১ মে ২০২৫ দেশের ভাগ্য বদলালেও প্রবাসীদের ভাগ্য বদলায় না
- ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ নির্মাণশ্রমিকের নিরাপত্তায় দরকার আইনি কাঠামো
- ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ পুরুষের বেতন ২০ হাজার, নারীর আড়াই!
- ০৩:৩৭ পিএম, ০১ মে ২০২৫ সংসার চালাতে ওদের হাতেও কাস্তে
- ০২:৫৫ পিএম, ০১ মে ২০২৫ বিএনপির শ্রমিক সমাবেশ চলছে, যোগ দিয়েছেন শীর্ষ নেতারা
- ০২:৩২ পিএম, ০১ মে ২০২৫ গৃহকর্মীদের সমস্যা ও সুরক্ষায় করণীয়
- ০২:২৭ পিএম, ০১ মে ২০২৫ ন্যায্য মজুরি ও সম্মানের অভাবে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকরা
- ০২:১০ পিএম, ০১ মে ২০২৫ দুদিনের অসুস্থতা ছুটির জন্য চিকিৎসা সনদ লাগবে না
- ০১:৩২ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সম্মান জানালেন ডিপজল
- ০১:২৪ পিএম, ০১ মে ২০২৫ সেরা প্রতিবেদন-ছবির পুরস্কার পেলেন জাগো নিউজের ইয়াসির-মাহবুব
- ০১:২০ পিএম, ০১ মে ২০২৫ নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনস্রোত, মঞ্চে গান-আন্দোলনের ছোঁয়া
- ০১:১৩ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকের অধিকার: কতদূর এগিয়েছে বাংলাদেশ?
- ০১:০৫ পিএম, ০১ মে ২০২৫ সংগঠন না থাকায় শ্রমিক বলেও গণ্য হন না কৃষকরা
- ০১:০০ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ ১০ দাবি বিলসের
- ১২:৫৪ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের গায়ের ঘাম আতরের মতো লাগে: জামায়াত আমির
- ১২:৪৯ পিএম, ০১ মে ২০২৫ বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি
- ১২:২১ পিএম, ০১ মে ২০২৫ সিনেমার পর্দায় মেহনতি মানুষের গল্প
- ১২:১৭ পিএম, ০১ মে ২০২৫ ঝুড়ির হিসাবেই চলে বালু শ্রমিকদের জীবন
- ১২:০৮ পিএম, ০১ মে ২০২৫ পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন
- ১১:৪৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকের বাধ্যতামূলক তহবিল-আপদকালীন মজুরি বিমা চালুর সুপারিশ
- ১১:২৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের জীবনচক্র আটকে আছে চা বাগানের গণ্ডিতে
- ১১:০৮ এএম, ০১ মে ২০২৫ ইসলামে শ্রমিকের অধিকার
- ১০:৩৬ এএম, ০১ মে ২০২৫ বিশ্ব শ্রমিক দিবস ও শিশুশ্রম: প্রেক্ষিত বাংলাদেশ
- ১০:৩৩ এএম, ০১ মে ২০২৫ দিনে স্কুল, রাতে সৈকতে কাজ করে জীবন কাটে ইউসুফদের
- ১০:২৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
- ১০:১৯ এএম, ০১ মে ২০২৫ শৈশব পুড়ছে ইটভাটায়
- ১০:০৩ এএম, ০১ মে ২০২৫ সংস্কার কমিশনের সুপারিশ ও শ্রম অধিকারের চারদিক
- ০৯:৪৯ এএম, ০১ মে ২০২৫ সদরঘাটে বৃদ্ধের চুলা জ্বালানোর লড়াই
- ০৯:৪৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের কতটা কল্যাণ করছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন?
- ০৯:০৮ এএম, ০১ মে ২০২৫ অটোর দাপটে দুর্দশায় প্যাডেল রিকশাচালকরা
- ০৮:৫৯ এএম, ০১ মে ২০২৫ বাদ্যযন্ত্রের তালে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা
- ০৮:৩৯ এএম, ০১ মে ২০২৫ ‘দিবস কী জানি না, মাথায় টুকরি উঠলে আসে টাকা, চলে পেট’
- ০৮:১১ এএম, ০১ মে ২০২৫ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ