ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সংসার চালাতে ওদের হাতেও কাস্তে

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০১ মে ২০২৫

নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরের হারিছ চৌধুরীর বাজার ওরফে আটকপালিয়া বাজারে ইরি-বোরো ধান কাটার মৌসুমে হরহামেশা বেচাকেনা চলছে শিশু শ্রমিক। অভাবের তাড়নায় স্কুলের বই আর খেলার সামগ্রী রেখে এখন শিশুরা বাধ্য হচ্ছে কাস্তে-কোদাল হাতে নিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, হারিছ চৌধুরীর বাজারে প্রতি শুক্র ও সোমবার বসে শ্রমিক বেচাকেনার হাট। এখান থেকে মহাজনরা তাদের পছন্দের শ্রমিক সংগ্রহ করে কাজে লাগান। পরিবারের খরচ জোগাতে অনেক অভিভাবক শিশুদের এ হাটে বিক্রি করছেন।

সংসার চালাতে ওদের হাতেও কাস্তে

সোমবার (২৮ এপ্রিল) আটকপালিয়া বাজারে শ্রমিক বিক্রির হাটে গিয়ে দেখা যায়, বড়দের সঙ্গে অসংখ্য শিশুও নিজের শ্রম বিক্রি করতে এসেছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে মহাজনদের কাছে বিক্রি হওয়ার অপেক্ষায়।

এদের অনেকের পরনে ছিল প্রাথমিক বিদ্যালয়ের পোশাক। তাদের হাতে রয়েছে রাতে ঘুমানোর জন্য কাঁথা, ধান কাটার কাস্তে ও কাপড়ের থলে। তাদের চোখে-মুখে হতাশার ছাপ।

বিক্রি হতে আসা দরবেশ বাজারের আবদুল কুদ্দুছের ছেলে রিফাত (১২) জানায়, বাড়িতে তার মা একা। সংসার চালাতে টাকার প্রয়োজন। অভাবে পেটের দায়ে সে কাজে এসেছে।

বাড়িতে মাকে ফেলে মহাজনের বাড়িতে একা ঘুমাতে পারবে কি-না জিজ্ঞেস করতেই ফ্যালফ্যাল দৃষ্টিতে মাথা নেড়ে ‘হ্যাঁ’ সূচক জবাব দেয় রিফাত।

কাজের খোঁজে আটকপালিয়া বাজারে এসেছে কিশোর নাজমুল হোসেন (১৩)। সে লক্ষ্মীপুরের রামগতির গিয়াস উদ্দিনের ছেলে। বাবা-মায়ের সঙ্গে কাজ করেই শিশুকাল অতিবাহিত হচ্ছে তার। নাজমুল পড়তে চেয়েছিল। কিন্তু সংসারের অসচ্ছলতা তাকে এগোতে দেয়নি। টাকার অভাবে বাবা-মায়ের কাছ থেকে তার ইচ্ছার বাস্তবায়ন ঘটেনি। আসতে হয়েছে কাজের হাটে।

কাজে আসার কারণ জিজ্ঞেস করতেই জানালো, বাবা অসুস্থ থাকায় কাজে আসতে হয়েছে। অন্যথায় পরিবারের সদস্যদের না খেয়ে থাকতে হবে।

চর মহিউদ্দিনের মৃত আবদুল খালেকের ছেলে জিয়া উদ্দিন (১৪) পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয়। অষ্টম শ্রেণিতে পড়ে। পরিবারের আর্থিক-অনটন ঘোচাতে জীবিকার সন্ধানে শ্রমিকের হাটে। সে জানায়, লেখাপড়া করে জীবনে বড় হওয়ার স্বপ্ন থাকলেও সে স্বপ্ন এখন তার দুঃস্বপ্ন।

সংসার চালাতে ওদের হাতেও কাস্তে

গায়ে স্কুলের পোশাক পরিহিত সাইফুর রহমান (১০)। চর মহিউদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সে। মা-বাবা বলেছেন, কাজ করতে যাও। কাজের সন্ধানে দুপুরে এসেছে। বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে আসে। তবে কাজ পায়নি সে। তার চাহিদা ৪৫০ টাকা, দাম উঠেছে ৩৫০ টাকা।

হাটে চর আমান উল্যাহর হেদায়েতের ছেলে সুমন (১৭), চর মহিউদ্দিনের মো. আলীর ছেলে মো. রুবেল (১৫), আখতার হোসেন (১৭), দরবেশ বাজারের সৈয়দ মকবুলের ছেলে আ. হামিদসহ (৯) আরও অনেক শিশু শ্রমিকের সঙ্গে কথা হয়। এদের অনেকে জানায়, কাজে গাফিলতি করলে মজুরি কমে যায় কিংবা কাজ না পারলে চলে আসতে হয়।

শ্রমবাজারের শিশু ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভাব-অনটনে কাজে যাওয়া শিশুদের মজুরি কম, খাটুনি বেশি। বর্তমান বাজারে তাপপ্রবাহের মধ্যে ইরি (বোরো) ধান কাটা ও রবিশস্য খামারের কাজে শিশুদের দৈনিক মজুরি ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা। মজুরি কখনো এর চেয়েও কমে যায়। মজুরি কম হলেও খাটুনি ঠিকই ৮-৯ ঘণ্টা, ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। সারাদিনে এক থেকে দেড় ঘণ্টার বিশ্রামের সময় পায়।

আটকপালিয়া হারিচ চৌধুরীর বাজার ছাড়াও সুবর্ণচর উপজেলায় আরও শ্রমিক বেচাকেনার হাট রয়েছে। এরমধ্যে চরবাটা খাসের হাট, পূর্ব চরবাটা ছমির হাট, চরক্লার্ক বাংলাবাজার, মোহাম্মদপুরের আক্তার মিয়ার হাট ও চরওয়াপদা থানাহাট এলাকায় সবচেয়ে বেশি মানুষ কাজের খোঁজে বিক্রি হতে আসেন। হাটের দিন নির্ধারিত জায়গায় রাস্তার ওপর থলে, কাঁচি আর আসবাবপত্র হাতে এদের দীর্ঘ লাইন দেখা যায়।

সুবর্ণচরের শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি উদ্বেগজনক। অনেক অভিভাবক নিজেদের আর্থিক চাহিদা মেটাতে শিশুদের কাজে পাঠান। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।’

এ বিষয়ে নোয়াখালী জজ আদালতের আইনজীবী আবুল হোসেন রাজু জাগো নিউজকে বলেন, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোনো পেশায় বা প্রতিষ্ঠানে কোনো শিশুকে নিয়োগ করা যাবে না বা কাজ করতে দেওয়া যাবে না। একই আইনের ২৮৪ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো শিশু বা কিশোরকে চাকরিতে নিযুক্ত করলে বা চাকরি করার অনুমতি দিলে তিনি পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মা জাগো নিউজকে বলেন, শিশুশ্রম শাস্তিযোগ্য অপরাধ। সরকারের বিভিন্ন প্রোগ্রামে আমরা শিশুশ্রমের বিষয়ে অভিভাবকদের নিরুৎসাহিত করি। এজন্য সমাজকেও সচেতন হতে হবে। শিশুশ্রমের বিষয়ে সঠিক তথ্য পেলে আইন অনুযায়ী অভিযান চালানো হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

টাইমলাইন

  1. ০৯:১৭ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিক সুরক্ষায় আইন আছে, কিন্তু কতটা কার্যকর?
  2. ০৮:৫৮ পিএম, ০১ মে ২০২৫ দেশে ৪৪ লাখ প্রাতিষ্ঠানিক শ্রমিকের ১৮ লাখ আরএমজির
  3. ০৮:৩৬ পিএম, ০১ মে ২০২৫ ‘বিরতিহীন’ কাজে দিশেহারা পরিবহন শ্রমিকরা, বাড়ছে দুর্ঘটনা
  4. ০৮:১৩ পিএম, ০১ মে ২০২৫ পুলিশের ডিউটির শুরু আছে শেষ নেই
  5. ০৭:৩২ পিএম, ০১ মে ২০২৫ শিল্প-কারখানার মালিকানার একটি অংশও শ্রমিকদের দিতে হবে
  6. ০৭:২৪ পিএম, ০১ মে ২০২৫ রেমিট্যান্সযোদ্ধাদের চোখে মে দিবস
  7. ০৭:১০ পিএম, ০১ মে ২০২৫ ‘আইজ কামাই বেশি হইলে কাইল কাজে যাইবো না’
  8. ০৭:০৫ পিএম, ০১ মে ২০২৫ ঢাকার শ্রম আদালতে ঝুলছে সাড়ে ১০ হাজার মামলা
  9. ০৬:৩৭ পিএম, ০১ মে ২০২৫ জীবন মানেই দৌড়, থামলেই আয় বন্ধ
  10. ০৫:১৫ পিএম, ০১ মে ২০২৫ প্রবাসে ছুটিহীন মে দিবস
  11. ০৪:৪৮ পিএম, ০১ মে ২০২৫ মে দিবসে অন্যান্য দেশে যত মজার রীতি
  12. ০৪:৪১ পিএম, ০১ মে ২০২৫ মে দিবস আসে যায়, ভাগ্য বদলায় না মোজাম্মেলদের
  13. ০৪:৩৭ পিএম, ০১ মে ২০২৫ ‘বাংলাদেশি শ্রমিকদের অবদান কখনই ভুলবো না’
  14. ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ঘাড়ে পা রেখেই সব সরকার দুর্নীতি করে: শেখ ফজলে বারী
  15. ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ মালয়েশিয়ায় যেসব কারণে বেতন কম বাংলাদেশি শ্রমিকদের
  16. ০৪:১৭ পিএম, ০১ মে ২০২৫ কাম করে ভাত খাই, দিবস দিয়ে কী করমো
  17. ০৪:১৬ পিএম, ০১ মে ২০২৫ কর্মজীবী নারীরা কতটা নিরাপদ?
  18. ০৩:৫৪ পিএম, ০১ মে ২০২৫ একমাত্র শ্রমই পারে সফলতা বয়ে আনতে
  19. ০৩:৫০ পিএম, ০১ মে ২০২৫ দেশের ভাগ্য বদলালেও প্রবাসীদের ভাগ্য বদলায় না
  20. ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ নির্মাণশ্রমিকের নিরাপত্তায় দরকার আইনি কাঠামো
  21. ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ পুরুষের বেতন ২০ হাজার, নারীর আড়াই!
  22. ০৩:৩৭ পিএম, ০১ মে ২০২৫ সংসার চালাতে ওদের হাতেও কাস্তে
  23. ০২:৫৫ পিএম, ০১ মে ২০২৫ বিএনপির শ্রমিক সমাবেশ চলছে, যোগ দিয়েছেন শীর্ষ নেতারা
  24. ০২:৩২ পিএম, ০১ মে ২০২৫ গৃহকর্মীদের সমস্যা ও সুরক্ষায় করণীয়
  25. ০২:২৭ পিএম, ০১ মে ২০২৫ ন্যায্য মজুরি ও সম্মানের অভাবে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকরা
  26. ০২:১০ পিএম, ০১ মে ২০২৫ দুদিনের অসুস্থতা ছুটির জন্য চিকিৎসা সনদ লাগবে না
  27. ০১:৩২ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সম্মান জানালেন ডিপজল
  28. ০১:২৪ পিএম, ০১ মে ২০২৫ সেরা প্রতিবেদন-ছবির পুরস্কার পেলেন জাগো নিউজের ইয়াসির-মাহবুব
  29. ০১:২০ পিএম, ০১ মে ২০২৫ নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনস্রোত, মঞ্চে গান-আন্দোলনের ছোঁয়া
  30. ০১:১৩ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকের অধিকার: কতদূর এগিয়েছে বাংলাদেশ?
  31. ০১:০৫ পিএম, ০১ মে ২০২৫ সংগঠন না থাকায় শ্রমিক বলেও গণ্য হন না কৃষকরা
  32. ০১:০০ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ ১০ দাবি বিলসের
  33. ১২:৫৪ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের গায়ের ঘাম আতরের মতো লাগে: জামায়াত আমির
  34. ১২:৪৯ পিএম, ০১ মে ২০২৫ বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি
  35. ১২:২১ পিএম, ০১ মে ২০২৫ সিনেমার পর্দায় মেহনতি মানুষের গল্প
  36. ১২:১৭ পিএম, ০১ মে ২০২৫ ঝুড়ির হিসাবেই চলে বালু শ্রমিকদের জীবন
  37. ১২:০৮ পিএম, ০১ মে ২০২৫ পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন
  38. ১১:৪৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকের বাধ্যতামূলক তহবিল-আপদকালীন মজুরি বিমা চালুর সুপারিশ
  39. ১১:২৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের জীবনচক্র আটকে আছে চা বাগানের গণ্ডিতে
  40. ১১:০৮ এএম, ০১ মে ২০২৫ ইসলামে শ্রমিকের অধিকার
  41. ১০:৩৬ এএম, ০১ মে ২০২৫ বিশ্ব শ্রমিক দিবস ও শিশুশ্রম: প্রেক্ষিত বাংলাদেশ
  42. ১০:৩৩ এএম, ০১ মে ২০২৫ দিনে স্কুল, রাতে সৈকতে কাজ করে জীবন কাটে ইউসুফদের
  43. ১০:২৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
  44. ১০:১৯ এএম, ০১ মে ২০২৫ শৈশব পুড়ছে ইটভাটায়
  45. ১০:০৩ এএম, ০১ মে ২০২৫ সংস্কার কমিশনের সুপারিশ ও শ্রম অধিকারের চারদিক
  46. ০৯:৪৯ এএম, ০১ মে ২০২৫ সদরঘাটে বৃদ্ধের চুলা জ্বালানোর লড়াই
  47. ০৯:৪৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের কতটা কল্যাণ করছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন?
  48. ০৯:০৮ এএম, ০১ মে ২০২৫ অটোর দাপটে দুর্দশায় প্যাডেল রিকশাচালকরা
  49. ০৮:৫৯ এএম, ০১ মে ২০২৫ বাদ্যযন্ত্রের তালে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা
  50. ০৮:৩৯ এএম, ০১ মে ২০২৫ ‘দিবস কী জানি না, মাথায় টুকরি উঠলে আসে টাকা, চলে পেট’
  51. ০৮:১১ এএম, ০১ মে ২০২৫ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ