‘বিরতিহীন’ কাজে দিশেহারা পরিবহন শ্রমিকরা, বাড়ছে দুর্ঘটনা
- গণপরিবহন চালকদের নিয়োগপত্র দেন না মালিক
- শহর ও শহরতলিতে চুক্তিতে বাস চালান চালক
- দিনে গড়ে ১৫ ঘণ্টা বাস চালান পরিবহন শ্রমিক
- সড়ক দুর্ঘটনায় এককভাবে সবচেয়ে বেশি মারা যান চালক ও তার সহকারী
দেশে পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। তারা দিনে গড়ে ১৪-১৫ ঘণ্টা কাজ করেন। যান্ত্রিক গাড়ি যেমন কোনো বিশ্রাম পায় না, তেমন শ্রমিকদেরও পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নেই। এর নেতিবাচক প্রভাব পড়ছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর। ঘটছে দুর্ঘটনা।
পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন, কর্মঘণ্টাসহ শ্রমিকদের অধিকারগুলো না মানায় অবসাদগ্রস্ত থাকেন যানবাহনের চালকরা। অথচ বিধি মোতাবেক পরিবহন মালিকপক্ষ তাদের নিয়োগপত্র দেওয়ার কথা। তা না করে চুক্তিতে বাস চালান চালক। এ কারণে প্রতিযোগিতাপূর্ণ গাড়ি চালান তারা। এতে সড়কে দুর্ঘটনাও বেশি ঘটছে। এককভাবে পরিবহন শ্রমিকরাই সবচেয়ে বেশি আহত ও নিহত হচ্ছেন।
শ্রমিকদের অতিরিক্ত কাজের প্রভাবে জীবন ঝুঁকিতে পড়ছে। এখন তাদের কর্মঘণ্টা নেই। কাজ না করলে বা ছুটিতে থাকলে আয় বন্ধ থাকে। এসব বিষয় নিয়ে বিকারগ্রস্ত থাকেন তারা। ফলে প্রতিদিনই অসংখ্য দুর্ঘটনা ঘটে।- যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক জরিপে দেখা গেছে, দেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু গত এক দশকে ক্রমাগত বেড়েছে। এর মধ্যে বরাবর সবচেয়ে বেশি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে পরিবহন খাতে। ২০২৪ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৭৩৬ জন শ্রমিকের মৃত্যু হয়। খাত অনুযায়ী সবচেয়ে বেশি ২৯২ জন শ্রমিকের মৃত্যু হয় পরিবহন খাতে। যদিও আরেক জরিপে দেখা যায়, চলতি বছর তথা গত মার্চে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১২১ জন পরিবহন চালক মারা গেছেন।

পরিবহন খাতের শ্রমিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব, প্রশিক্ষণের ব্যবস্থা ও চাকরির নিশ্চয়তা না থাকা এই পেশাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জাগো নিউজকে বলেন, ‘২০১১ সালে পরিবহন খাত শিল্প হিসেবে ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু আজ পর্যন্ত এ ঘোষণার বাস্তবায়ন হয়নি। পরিবহন খাত শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হলে সড়কে দুর্ঘটনা ক্রমেই কমতো। শ্রমিকদের অতিরিক্ত কাজের প্রভাবে জীবন ঝুঁকিতে পড়ছে। এখন তাদের কর্মঘণ্টা নেই। কাজ না করলে বা ছুটিতে থাকলে আয় বন্ধ থাকে। এসব বিষয় নিয়ে বিকারগ্রস্ত থাকেন তারা। ফলে প্রতিদিনই অসংখ্য দুর্ঘটনা ঘটে।’
পরিবহন সেক্টরে কর্মঘণ্টা না থাকায় ঘটছে দুর্ঘটনা
দেশে শ্রমিক অধিকার নিয়ে কাজ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) নামে একটি সংগঠন। সোমবার (২৮ এপ্রিল) প্রকাশিত বিলসের এক সমীক্ষায় বলা হয়েছে, ২০২৪ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৭৩৬ জন শ্রমিকের মৃত্যু হয়। খাত অনুযায়ী সবচেয়ে বেশি ২৯২ জন মৃত্যু পরিবহন শ্রমিকের। এভাবে ২০১৫ থেকে ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত আট হাজার ৫১১ জন শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন পরিবহন খাতের শ্রমিক।
- আরও পড়ুন
পুলিশ কাগজ দেখতে চাওয়ায় পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
এবার মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
চাঁদামুক্ত সড়ক পরিবহন ব্যবস্থার দাবি শ্রমিক ফেডারেশনের
বিলসের আরেক গবেষণায় বলা হয়েছে, বেশির ভাগ চালক প্রতিদিন গড়ে ১৫ ঘণ্টা বা তার বেশি গাড়ি চালান। এই খাতের ৯০ শতাংশ শ্রমিকের সাপ্তাহিক ছুটি নেই। পাশাপাশি শ্রমিক হিসেবে অন্য সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত।
তীব্র যানজট ও গরমে বাসের ভেতর দম বন্ধ হয়ে আসে। এভাবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গাড়িতে থাকতে হয়। দিনে মজুরি হিসেবে ৮০০ টাকা পাই।– চালক মফিজুল
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না থাকার প্রভাব পড়ছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর। চালকরা অবসাদগ্রস্ত অবস্থায় যানবাহন চালানোয় দুর্ঘটনা বেশি ঘটছে।

ঢাকার সায়েদাবাদ থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ৩৯৭ কিলোমিটার। যাত্রাবিরতি ছাড়া এই পথে যাতায়াতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। এ দূরত্বে নিয়মিত যাত্রী পরিবহন করে সিডিএম ট্রাভেলস। রোববার (২৫ এপ্রিল) রাত ১০টায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদের উদ্দেশ্যে রওয়ানা হন চালক রাসেল মিয়া। সারা রাত বাস চালিয়ে তিনি ঢাকা পৌঁছান সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায়। এই দীর্ঘ পথে তিনি একাই বাস চালিয়েছেন। পরে সায়েদাবাদের পাশে একটা বোর্ডিংয়ে ৬ ঘণ্টা রেস্ট নিয়ে রাত ১০টায় একই বাসে যাত্রী নিয়ে কক্সবাজার রওয়ানা দেন তিনি।
আলাপকালে রাসেল মিয়া বলেন, ‘এই দীর্ঘ যাত্রাপথে তার সঙ্গে দুজন সহকারী ছিলেন। এর মধ্যে একজন বাসের গেটে দাঁড়িয়ে যাত্রী তোলেন। আরেকজন যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করেন।’
তিনি জানান, সিডিএম বাসে তারা চুক্তিতে কাজ করেন। বাসের চাকা ঘুরলে তারা টাকা পান, অন্যথায় না খেয়ে থাকতে হয়। এজন্য অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করি। বিশ্রামের সুযোগ খুব বেশি সময় থাকে না। শরীরের ওপর দিয়ে খুব ধকল যায়। একসময় শরীরে না মানলেও জোর করেই চালাতে হয়। বিশেষ করে একই দিনে দ্বিতীয় ট্রিপের সময় খারাপ বেশি লাগে।
মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ শহরের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। রুটে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে ইউনাইটেড পরিবহন। এ পরিবহনের একজন চালক দিনে গড়ে তিনবার মহাখালী থেকে ময়মনসিংহে যাত্রী পরিবহন করতে পারেন। এজন্য চালককে তার নিজ আসনে অন্তত ১৪ ঘণ্টা বসে থাকতে হয়।
তাদের নির্দিষ্ট কর্মঘণ্টা, বেতন-বোনাসও দেওয়া হয়। কিন্তু সে অনুযায়ী শহর বা শহরতলিতে চলাচল করা গণপরিবহনে তা দেখা যায় না, এটি সত্যি। তবে এটিকে আমরা নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। শ্রমিকদের জন্য আর্থিক তহবিল ব্যবস্থা তৈরিসহ কোম্পানির সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম
ইউনাইটেড পরিবহনের চালক মহসিন বলেন, ‘সকাল ৬টায় মহাখালী বা ময়মনসিংহ থেকে ফার্স্ট ট্রিপ শুরু করি। রাত ১২টায় লাস্ট ট্রিপ। এই দীর্ঘ সময় চালকের আসন আগুনের মতো গরম থাকে। স্টিয়ারিং ধরে বসে থাকতে থাকতে একসময় শরীর চলতে চায় না। সারা দিন চিল্লাচিল্লি, হর্নের আওয়াজে খুব কষ্ট হয়।’
ঢাকার মিরপুর-১৪ নম্বর থেকে সদরঘাটে যাত্রী পরিবহন করে বিহঙ্গ পরিবহন। এই পরিবহনের চালকের সহকারী মফিজুল ইসলাম। সম্প্রতি কারওয়ান বাজার সিগন্যালে আলাপকালে মফিজুল বলেন, ‘তীব্র যানজট ও গরমে বাসের ভেতর দম বন্ধ হয়ে আসে। এভাবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গাড়িতে থাকতে হয়। দিনে মজুরি হিসেবে ৮০০ টাকা পাই।’

বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী, প্রাপ্তবয়স্ক শ্রমিক দৈনিক আট ঘণ্টার বেশি সময় কাজ করতে পারবেন না বা তাকে দিয়ে কাজ করানো যাবে না। ক্ষেত্রবিশেষে ১০ ঘণ্টা পর্যন্ত শ্রমিক কাজ করতে পারবেন। কিন্তু বাস্তবে পরিবহনশ্রমিকদের ক্ষেত্রে এই কর্মঘণ্টার হিসাব মানা হচ্ছে না।
বিলসের হিসাবে দূরপাল্লার গণপরিবহনে প্রায় এক লাখ ৮৪ হাজার শ্রমিক কাজ করেন। এই শ্রমিকদের সবাইকে দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করতে হয়। তাদের প্রায় ৫০ শতাংশ দৈনিক ১৫ ঘণ্টার বেশি কাজ করেন। ২০ শতাংশ শ্রমিক কোনো ধরনের নিয়মিত কর্মবিরতি ছাড়াই কাজ করেন। মালিকরা চাইলে যে কোনো সময় কাজ থেকে বাদ দিতে পারেন। অসুস্থ হলে কিংবা ছুটি নিলে ওই দিনে কোনো আয় থাকে না।
গত ২২ এপ্রিল বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের নেতৃত্বাধীন শ্রম সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ‘শ্রম জগতের রূপান্তর-রূপরেখা: শ্রমিক অধিকার, সু-সমন্বিত শিল্প সম্পর্ক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন’ শীর্ষক ওই প্রতিবেদনে সব শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতি নিশ্চিত করার সুপারিশ করেছে কমিশন। এছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র, পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক এবং জাতীয় পেনশন স্কিমের অধীনে শ্রমিকবান্ধব পেনশন স্কিম চালু করার সুপারিশ করা হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম জাগো নিউজকে বলেন, ‘আমাদের প্রতিটি দূরপাল্লার রুটে চলাচল করা বাস কোম্পানিতে নিয়োগপত্র দেওয়া হয়। তাদের নির্দিষ্ট কর্মঘণ্টা, বেতন-বোনাসও দেওয়া হয়। কিন্তু সে অনুযায়ী শহর বা শহরতলিতে চলাচল করা গণপরিবহনে তা দেখা যায় না, এটি সত্যি। তবে এটিকে আমরা নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। শ্রমিকদের জন্য আর্থিক তহবিল ব্যবস্থা তৈরিসহ কোম্পানির সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’
এমএমএ/এএসএ /এমএফএ/জেআইএম
টাইমলাইন
- ০৯:১৭ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিক সুরক্ষায় আইন আছে, কিন্তু কতটা কার্যকর?
- ০৮:৫৮ পিএম, ০১ মে ২০২৫ দেশে ৪৪ লাখ প্রাতিষ্ঠানিক শ্রমিকের ১৮ লাখ আরএমজির
- ০৮:৩৬ পিএম, ০১ মে ২০২৫ ‘বিরতিহীন’ কাজে দিশেহারা পরিবহন শ্রমিকরা, বাড়ছে দুর্ঘটনা
- ০৮:১৩ পিএম, ০১ মে ২০২৫ পুলিশের ডিউটির শুরু আছে শেষ নেই
- ০৭:৩২ পিএম, ০১ মে ২০২৫ শিল্প-কারখানার মালিকানার একটি অংশও শ্রমিকদের দিতে হবে
- ০৭:২৪ পিএম, ০১ মে ২০২৫ রেমিট্যান্সযোদ্ধাদের চোখে মে দিবস
- ০৭:১০ পিএম, ০১ মে ২০২৫ ‘আইজ কামাই বেশি হইলে কাইল কাজে যাইবো না’
- ০৭:০৫ পিএম, ০১ মে ২০২৫ ঢাকার শ্রম আদালতে ঝুলছে সাড়ে ১০ হাজার মামলা
- ০৬:৩৭ পিএম, ০১ মে ২০২৫ জীবন মানেই দৌড়, থামলেই আয় বন্ধ
- ০৫:১৫ পিএম, ০১ মে ২০২৫ প্রবাসে ছুটিহীন মে দিবস
- ০৪:৪৮ পিএম, ০১ মে ২০২৫ মে দিবসে অন্যান্য দেশে যত মজার রীতি
- ০৪:৪১ পিএম, ০১ মে ২০২৫ মে দিবস আসে যায়, ভাগ্য বদলায় না মোজাম্মেলদের
- ০৪:৩৭ পিএম, ০১ মে ২০২৫ ‘বাংলাদেশি শ্রমিকদের অবদান কখনই ভুলবো না’
- ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ঘাড়ে পা রেখেই সব সরকার দুর্নীতি করে: শেখ ফজলে বারী
- ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ মালয়েশিয়ায় যেসব কারণে বেতন কম বাংলাদেশি শ্রমিকদের
- ০৪:১৭ পিএম, ০১ মে ২০২৫ কাম করে ভাত খাই, দিবস দিয়ে কী করমো
- ০৪:১৬ পিএম, ০১ মে ২০২৫ কর্মজীবী নারীরা কতটা নিরাপদ?
- ০৩:৫৪ পিএম, ০১ মে ২০২৫ একমাত্র শ্রমই পারে সফলতা বয়ে আনতে
- ০৩:৫০ পিএম, ০১ মে ২০২৫ দেশের ভাগ্য বদলালেও প্রবাসীদের ভাগ্য বদলায় না
- ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ নির্মাণশ্রমিকের নিরাপত্তায় দরকার আইনি কাঠামো
- ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ পুরুষের বেতন ২০ হাজার, নারীর আড়াই!
- ০৩:৩৭ পিএম, ০১ মে ২০২৫ সংসার চালাতে ওদের হাতেও কাস্তে
- ০২:৫৫ পিএম, ০১ মে ২০২৫ বিএনপির শ্রমিক সমাবেশ চলছে, যোগ দিয়েছেন শীর্ষ নেতারা
- ০২:৩২ পিএম, ০১ মে ২০২৫ গৃহকর্মীদের সমস্যা ও সুরক্ষায় করণীয়
- ০২:২৭ পিএম, ০১ মে ২০২৫ ন্যায্য মজুরি ও সম্মানের অভাবে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকরা
- ০২:১০ পিএম, ০১ মে ২০২৫ দুদিনের অসুস্থতা ছুটির জন্য চিকিৎসা সনদ লাগবে না
- ০১:৩২ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সম্মান জানালেন ডিপজল
- ০১:২৪ পিএম, ০১ মে ২০২৫ সেরা প্রতিবেদন-ছবির পুরস্কার পেলেন জাগো নিউজের ইয়াসির-মাহবুব
- ০১:২০ পিএম, ০১ মে ২০২৫ নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনস্রোত, মঞ্চে গান-আন্দোলনের ছোঁয়া
- ০১:১৩ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকের অধিকার: কতদূর এগিয়েছে বাংলাদেশ?
- ০১:০৫ পিএম, ০১ মে ২০২৫ সংগঠন না থাকায় শ্রমিক বলেও গণ্য হন না কৃষকরা
- ০১:০০ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ ১০ দাবি বিলসের
- ১২:৫৪ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের গায়ের ঘাম আতরের মতো লাগে: জামায়াত আমির
- ১২:৪৯ পিএম, ০১ মে ২০২৫ বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি
- ১২:২১ পিএম, ০১ মে ২০২৫ সিনেমার পর্দায় মেহনতি মানুষের গল্প
- ১২:১৭ পিএম, ০১ মে ২০২৫ ঝুড়ির হিসাবেই চলে বালু শ্রমিকদের জীবন
- ১২:০৮ পিএম, ০১ মে ২০২৫ পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন
- ১১:৪৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকের বাধ্যতামূলক তহবিল-আপদকালীন মজুরি বিমা চালুর সুপারিশ
- ১১:২৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের জীবনচক্র আটকে আছে চা বাগানের গণ্ডিতে
- ১১:০৮ এএম, ০১ মে ২০২৫ ইসলামে শ্রমিকের অধিকার
- ১০:৩৬ এএম, ০১ মে ২০২৫ বিশ্ব শ্রমিক দিবস ও শিশুশ্রম: প্রেক্ষিত বাংলাদেশ
- ১০:৩৩ এএম, ০১ মে ২০২৫ দিনে স্কুল, রাতে সৈকতে কাজ করে জীবন কাটে ইউসুফদের
- ১০:২৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
- ১০:১৯ এএম, ০১ মে ২০২৫ শৈশব পুড়ছে ইটভাটায়
- ১০:০৩ এএম, ০১ মে ২০২৫ সংস্কার কমিশনের সুপারিশ ও শ্রম অধিকারের চারদিক
- ০৯:৪৯ এএম, ০১ মে ২০২৫ সদরঘাটে বৃদ্ধের চুলা জ্বালানোর লড়াই
- ০৯:৪৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের কতটা কল্যাণ করছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন?
- ০৯:০৮ এএম, ০১ মে ২০২৫ অটোর দাপটে দুর্দশায় প্যাডেল রিকশাচালকরা
- ০৮:৫৯ এএম, ০১ মে ২০২৫ বাদ্যযন্ত্রের তালে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা
- ০৮:৩৯ এএম, ০১ মে ২০২৫ ‘দিবস কী জানি না, মাথায় টুকরি উঠলে আসে টাকা, চলে পেট’
- ০৮:১১ এএম, ০১ মে ২০২৫ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ