‘দিবস কী জানি না, মাথায় টুকরি উঠলে আসে টাকা, চলে পেট’
কারওয়ান বাজারে পণ্য বহনের অপেক্ষায় শ্রমিকরা। ছবি: জাগো নিউজ
বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীকী দিন মে দিবস। আন্তর্জাতিকভাবে এই দিনটি শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। তবে শ্রমিকদের অধিকার আদায়ের এই দিনটি সম্পর্কে জানেন না জীবন-সংগ্রামে প্রতিনিয়ত লড়ে যাওয়া সোহরাব খান, নীল চাঁদ, আব্দুল আলিম, মো. দুলাল কিংবা মন্নানের মতো শ্রমিকরা।
রাজধানীর কারওয়ান বাজারে কুলির কাজ করেন তারা। বাজার করতে আসা ক্রেতা-ভোক্তাদের পণ্য মাথার টুকরিতে বহন করেন। অন্যের বাসার খাবার গন্তব্যে পৌঁছে দিলেই মেলে সামান্য কিছু টাকা। আর সেই টাকায় জোগাড় হয় পরিবারের খাবার। ‘নুন আনতে পান্তা ফুরানো’ অবস্থার এই শ্রমিকরা জানেন না শ্রমিক দিবস কী।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাড়ি সোহরাব খানের। বাড়িতে স্ত্রী, দুই মেয়ে, ছেলে ও ছেলের বৌ আছে। ছেলে ও তার স্ত্রীর আলাদা সংসার। অনেক কষ্টে অর্থ জোগাড় করে বড় মেয়ের বিয়ে দিতে পারলেও অর্থাভাবে আরেক মেয়ের বিয়ে দিতে পারছেন না।
- আরও পড়ুন
- শ্রমজীবী মানুষের মে দিবস কেমন?
- শ্রম আইনে ব্যাপক পরিবর্তন আসছে: উপদেষ্টা সাখাওয়াত
- একগুচ্ছ আয়োজন সরকারের, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠান
- মালয়েশিয়ার শ্রমবাজার: ধরাছোঁয়ার বাইরে লোপাটের মূলহোতারা
- ‘জিয়ার সৈনিক এক হও’ বলে এনসিপির শ্রমিক সমাবেশে হামলা, আহত ১০
- এক দশকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৮২৯৮ শ্রমিক
আয় কম হওয়ায় বিয়ে দিতে পারছেন না বলে জানান সোহরাব খান। দিনে ৩০০-৪০০ টাকা রোজগার নিয়ে কোনো রকম নিজে টিকে থেকে পরিবারের হাল ধরেছেন। সেই সঙ্গে বড় মেয়ে ও জামাইয়ের সহযোগিতায় সংসার কোনো মতে চলে যাচ্ছে বলে জানান তিনি।

সোহরাব খান বলেন, ‘৪৩ বছর ধরে কাজ করছি। আগে দিনে ১৫০ টাকা ইনকাম করলেও তা দিয়ে ভালোভাবে সংসার চলে যেতো। এখন সারা দিনে ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করি। তা দিয়েও সংসার চলে না। তাছাড়া এখন ১৫০ টাকা ইনকাম করতেই অনেক কষ্ট হয়ে যায়।’
‘আগে তেজগাঁও রেলস্টেশন কোয়াটারে থাকতাম, পরে ২০-২২ বছর ধরে আলুর আড়তেই থাকি। থাকার জায়গাও লাগে না, রাত হলেও কাম করা লাগে। দিন হলেও কাম করা লাগে। দিনরাত খাটি, যা-ই ইনকাম হয়। এর মধ্যে ঘুম পাড়ার কোনো টাইম নাই। এই দিয়ে নিজে চলি, সংসার চালাই।’ বলছিলেন সোহরাব খান।
- আরও পড়ুন
- শ্রমিকদের আইনি সুরক্ষা ও স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ
- সংকটে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, ১৫ বছরেও হয়নি স্থায়ী অফিস
- শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ দিচ্ছে না বেশিরভাগ প্রতিষ্ঠান
- গৃহকর্মী-যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ
- বিরূপ সময়ে সহায়তা কম, কখন ‘শ্রমিক কল্যাণ’ করবে ফাউন্ডেশন?
সিরাজগঞ্জে বাড়ি নীল চাঁদ হোসেনের। দীর্ঘদিন ঢাকার কারওয়ান বাজারে অন্যের পণ্য মাথায় টুকরি বহন করে সংসার চালান তিনি। নিজে একজন শ্রমিক হয়েও শ্রমিক দিবসের কথাই জানেন না নীল চাঁদ।
তিনি বলেন, ‘শুধু আমার কর্মের ওপর ভিত্তি করে সংসার চলে না। অনেক কৌশলে সংসার চালাতে হয়। ধারদেনা-ঋণ করতে হয়। প্রতিদিনের ইনকাম দিয়ে প্রতিদিন চলতে হয়। অসুস্থ হলে কাজ ফেলে বাড়ি চলে গেলে এলাকার মানুষের কাছে হাত পেতে চলতে হয়। হাওলাত নিয়ে ইনকাম করে দেনা শোধ করে চলতে হয়। খুব কষ্টে চলতে হয়। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমাদের কষ্ট দেখার মতো কেউ নেই।’

একই কষ্টের কথা তুলে ধরে আব্দুল আলিম বলেন, ‘মে দিবস কী জানি না। কাম করে খেতে হয়। এখন কাম একদমই কম। নেই বললেই চলে। অসুস্থ হলে দেশে চলে যাই, তখন ইনকাম থাকে না। তিন বেলার জায়গায় দুই বেলা খেতে হয়।’
মে দিবসটা কী জানতে চাইলে মো. দুলাল বলেন, ‘দিবস-টিবস কী জানি না।’
- আরও পড়ুন
- দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেবে সরকার
- শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশ দিতে চায় না বিমা কোম্পানি
- শ্রমিক কল্যাণ তহবিলে তালিকাভুক্ত না হলে সরকারি দরপত্রে অংশ নয়
- শ্রম আইন লঙ্ঘন করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
- দুই মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২১৩ শ্রমিক নিহত: বিলস
দিবসটি শ্রমিকদের ছুটির দিন জানালে দুলাল বলেন, ‘আমাগের আর ছুটি। কাজ না করলে তো আর বেতন নেই। আমি ইনকাম করে বাড়িতে পাঠালে পরিবার চলে। পরিবারের খরচ চালাতে একেক জনকে ১২, ১৪, ১৬ ঘণ্টা ডিউটি করতে হচ্ছে। একদিন যদি কাজ না করে বসে থাকি, কেউ ১০টা টাকাও দেবে না। বসে থাকলে চলবে না, পেটে খাবার বন্ধ হয়ে যাবে।’
দিন দিন উপার্জন কমছে বলে একই ধরনের অভিযোগ সোহরাব খান, নীল চাঁদ, আব্দুল আলিম, মো. দুলাল কিংবা মন্নানের মতো এই কাজে নিয়োজিত অন্য শ্রমিকদেরও। এই রোজগার কমার পেছনে বাজার করতে আসা সাধারণ মানুষ বর্তমানে বাজার শেষে অটোরিকশা, সিএনজি বা নিজস্ব পরিবহন ব্যবহার করছেন বলে মনে করছেন তারা। ফলে পরিবারের খরচের হিসাব মেলাতে শ্রমিক দিবসের ছুটির হিসাব বোঝেন না তারা। বরং নুন আনতে পান্তা ফুরানোর সংসারে খেয়ে পরে বাঁচতে রাত দিন কাজ করতে হয় তাদের।
বিশ্বজুড়ে ১ মে শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে। এই দিবস পালনের পেছনে রয়েছে ঊনবিংশ শতাব্দী ও তার আগের শ্রমিকদের বঞ্চনার করুণ ইতিহাস।

এই সংগ্রাম ও ইতিহাসের শুরুটা ঘটে যুক্তরাষ্ট্রে। ১৮৮৬ সালের এই দিনে শিকাগো শহরের হে মার্কেটে ক্রমেই জড়ো হতে থাকেন শ্রমিকরা। তাদের দাবি ছিল, ন্যায্য মজুরি এবং কাজের জন্য নির্ধারিত সময়। যুগের পর যুগ তাদের সঙ্গে ঘটে যাওয়া বঞ্চনার প্রতিবাদ ছিল এই আন্দোলন। একেকজন শ্রমিককে সেই সময় বাধ্যতামূলক খাটানো হতো ১৫ থেকে ১৬ ঘণ্টা, বিনিময়ে পারিশ্রমিক ছিল খুবই সামান্য।
- আরও পড়ুন
- রানা প্লাজা ধসের একযুগ, এখনো ক্ষতিপূরণ পাননি শ্রমিকরা
- গৃহকর্মীদের ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রদানের সুপারিশ
- প্রশাসনকে না জানিয়ে শ্রমিক ছাঁটাই করলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
- ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে
শ্রমিকদের সেই আন্দোলনে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ শ্রমিকদের ঘিরে থাকা ভিড় থেকে কেউ একজন পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। ঘটনার আকস্মিকতায় সেদিন বিহ্বল ছিলেন আন্দোলনে অংশ নেওয়া প্রায় সবাই। এ ঘটনার সঙ্গে সঙ্গেই গুলিবর্ষণ করে পুলিশ। আর ঝরে পড়ে ১০ থেকে ১২টি তাজা প্রাণ। পুলিশসহ ওই ঘটনায় হতাহতের সংখ্যা ছিল আরও অনেক।
বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের বঞ্চনার পাশাপাশি কণ্ঠরোধের চেষ্টায় নির্মম এক ইতিহাস তৈরি হয় সেদিন। ন্যায্য দাবির জন্য আন্দোলনে প্রাণ হারানো সেই মানুষগুলোর স্মরণে প্রতি বছর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস।
কেআর/এমএমএআর/এএসএম
টাইমলাইন
- ০৯:১৭ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিক সুরক্ষায় আইন আছে, কিন্তু কতটা কার্যকর?
- ০৮:৫৮ পিএম, ০১ মে ২০২৫ দেশে ৪৪ লাখ প্রাতিষ্ঠানিক শ্রমিকের ১৮ লাখ আরএমজির
- ০৮:৩৬ পিএম, ০১ মে ২০২৫ ‘বিরতিহীন’ কাজে দিশেহারা পরিবহন শ্রমিকরা, বাড়ছে দুর্ঘটনা
- ০৮:১৩ পিএম, ০১ মে ২০২৫ পুলিশের ডিউটির শুরু আছে শেষ নেই
- ০৭:৩২ পিএম, ০১ মে ২০২৫ শিল্প-কারখানার মালিকানার একটি অংশও শ্রমিকদের দিতে হবে
- ০৭:২৪ পিএম, ০১ মে ২০২৫ রেমিট্যান্সযোদ্ধাদের চোখে মে দিবস
- ০৭:১০ পিএম, ০১ মে ২০২৫ ‘আইজ কামাই বেশি হইলে কাইল কাজে যাইবো না’
- ০৭:০৫ পিএম, ০১ মে ২০২৫ ঢাকার শ্রম আদালতে ঝুলছে সাড়ে ১০ হাজার মামলা
- ০৬:৩৭ পিএম, ০১ মে ২০২৫ জীবন মানেই দৌড়, থামলেই আয় বন্ধ
- ০৫:১৫ পিএম, ০১ মে ২০২৫ প্রবাসে ছুটিহীন মে দিবস
- ০৪:৪৮ পিএম, ০১ মে ২০২৫ মে দিবসে অন্যান্য দেশে যত মজার রীতি
- ০৪:৪১ পিএম, ০১ মে ২০২৫ মে দিবস আসে যায়, ভাগ্য বদলায় না মোজাম্মেলদের
- ০৪:৩৭ পিএম, ০১ মে ২০২৫ ‘বাংলাদেশি শ্রমিকদের অবদান কখনই ভুলবো না’
- ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ঘাড়ে পা রেখেই সব সরকার দুর্নীতি করে: শেখ ফজলে বারী
- ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ মালয়েশিয়ায় যেসব কারণে বেতন কম বাংলাদেশি শ্রমিকদের
- ০৪:১৭ পিএম, ০১ মে ২০২৫ কাম করে ভাত খাই, দিবস দিয়ে কী করমো
- ০৪:১৬ পিএম, ০১ মে ২০২৫ কর্মজীবী নারীরা কতটা নিরাপদ?
- ০৩:৫৪ পিএম, ০১ মে ২০২৫ একমাত্র শ্রমই পারে সফলতা বয়ে আনতে
- ০৩:৫০ পিএম, ০১ মে ২০২৫ দেশের ভাগ্য বদলালেও প্রবাসীদের ভাগ্য বদলায় না
- ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ নির্মাণশ্রমিকের নিরাপত্তায় দরকার আইনি কাঠামো
- ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ পুরুষের বেতন ২০ হাজার, নারীর আড়াই!
- ০৩:৩৭ পিএম, ০১ মে ২০২৫ সংসার চালাতে ওদের হাতেও কাস্তে
- ০২:৫৫ পিএম, ০১ মে ২০২৫ বিএনপির শ্রমিক সমাবেশ চলছে, যোগ দিয়েছেন শীর্ষ নেতারা
- ০২:৩২ পিএম, ০১ মে ২০২৫ গৃহকর্মীদের সমস্যা ও সুরক্ষায় করণীয়
- ০২:২৭ পিএম, ০১ মে ২০২৫ ন্যায্য মজুরি ও সম্মানের অভাবে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকরা
- ০২:১০ পিএম, ০১ মে ২০২৫ দুদিনের অসুস্থতা ছুটির জন্য চিকিৎসা সনদ লাগবে না
- ০১:৩২ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সম্মান জানালেন ডিপজল
- ০১:২৪ পিএম, ০১ মে ২০২৫ সেরা প্রতিবেদন-ছবির পুরস্কার পেলেন জাগো নিউজের ইয়াসির-মাহবুব
- ০১:২০ পিএম, ০১ মে ২০২৫ নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনস্রোত, মঞ্চে গান-আন্দোলনের ছোঁয়া
- ০১:১৩ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকের অধিকার: কতদূর এগিয়েছে বাংলাদেশ?
- ০১:০৫ পিএম, ০১ মে ২০২৫ সংগঠন না থাকায় শ্রমিক বলেও গণ্য হন না কৃষকরা
- ০১:০০ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ ১০ দাবি বিলসের
- ১২:৫৪ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের গায়ের ঘাম আতরের মতো লাগে: জামায়াত আমির
- ১২:৪৯ পিএম, ০১ মে ২০২৫ বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি
- ১২:২১ পিএম, ০১ মে ২০২৫ সিনেমার পর্দায় মেহনতি মানুষের গল্প
- ১২:১৭ পিএম, ০১ মে ২০২৫ ঝুড়ির হিসাবেই চলে বালু শ্রমিকদের জীবন
- ১২:০৮ পিএম, ০১ মে ২০২৫ পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন
- ১১:৪৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকের বাধ্যতামূলক তহবিল-আপদকালীন মজুরি বিমা চালুর সুপারিশ
- ১১:২৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের জীবনচক্র আটকে আছে চা বাগানের গণ্ডিতে
- ১১:০৮ এএম, ০১ মে ২০২৫ ইসলামে শ্রমিকের অধিকার
- ১০:৩৬ এএম, ০১ মে ২০২৫ বিশ্ব শ্রমিক দিবস ও শিশুশ্রম: প্রেক্ষিত বাংলাদেশ
- ১০:৩৩ এএম, ০১ মে ২০২৫ দিনে স্কুল, রাতে সৈকতে কাজ করে জীবন কাটে ইউসুফদের
- ১০:২৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
- ১০:১৯ এএম, ০১ মে ২০২৫ শৈশব পুড়ছে ইটভাটায়
- ১০:০৩ এএম, ০১ মে ২০২৫ সংস্কার কমিশনের সুপারিশ ও শ্রম অধিকারের চারদিক
- ০৯:৪৯ এএম, ০১ মে ২০২৫ সদরঘাটে বৃদ্ধের চুলা জ্বালানোর লড়াই
- ০৯:৪৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের কতটা কল্যাণ করছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন?
- ০৯:০৮ এএম, ০১ মে ২০২৫ অটোর দাপটে দুর্দশায় প্যাডেল রিকশাচালকরা
- ০৮:৫৯ এএম, ০১ মে ২০২৫ বাদ্যযন্ত্রের তালে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা
- ০৮:৩৯ এএম, ০১ মে ২০২৫ ‘দিবস কী জানি না, মাথায় টুকরি উঠলে আসে টাকা, চলে পেট’
- ০৮:১১ এএম, ০১ মে ২০২৫ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ