ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি

সাঈদ শিপন | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০১ মে ২০২৫

সরকারের নির্দেশনা পালন না করায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মামলা নিষ্পত্তির সংখ্যা। তবে শিশুশ্রমের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলার সংখ্যা বাড়লেও কমেছে নিষ্পত্তি।

শিশুশ্রম নিয়ে যেসব মমলা করা হয়েছে, তার ৯২ শতাংশ নিষ্পত্তি হয়নি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমাদের দায়িত্ব মামলা করা, নিষ্পত্তির বিষয়টি আদালতের ওপর নির্ভরশীল। আমরা যথেষ্ট তথ্য-প্রমাণসহ মামলা করি। মামলা নিষ্পত্তির বিষয়টি আমাদের হাতে নেই।- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মোছা. জুলিয়া জেসমিন

মামলা নিষ্পত্তি না হওয়ার কারণ হিসেবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, শ্রমিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। মামলা দেওয়ার আগে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন এবং সংশ্লিষ্টদের বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা হয়। এরপরও যারা নিয়ম মানেন না, তাদের বিরুদ্ধে করা হয় মামলা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মামলা করতে পারে, কিন্তু মামলা নিষ্পত্তির বিষয় আদালতের ওপর নির্ভর করে।

বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে বলা হচ্ছে, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ অনুযায়ী কারখানা, দোকান এবং প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। আইন বাস্তবায়ন করতে গিয়ে প্রথমে কারখানা বা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে শ্রম আইন ও বিধির লঙ্ঘন চিহ্নিত করা হয়। পরে তা প্রতিপালনের জন্য কারখানা ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বরাবর সময় উল্লেখ করে নোটিশ দেওয়া হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে তাগিদপত্র দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সময় কারখানার মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। তারপরও নির্দেশনা পালন না করা হলে সংশ্লিষ্ট কারখানা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয় শ্রম আদালতে। এসব মামলা করা হয় যথেষ্ট তথ্য-প্রমাণসহ।

বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি

শ্রম আইন লঙ্ঘনের দায়ে করা মামলার বিষয়ে সবশেষ ২০২৪ সালের জুন পর্যন্ত সময়ের তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এই প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে মামলা করা হয়েছে মোট এক হাজার ৪০৩টি। নিষ্পত্তি হয়েছে ৫৫১টি। আগের বছর অর্থাৎ, ২০২২-২৩ অর্থবছর এক হাজার ১৪৮টি মামলা করা হয়, এর মধ্যে নিষ্পত্তি হয় ৪৯৫টি।

২০২৩-২৪ অর্থবছরে যেসব মামলা করা হয়েছে তার মধ্যে ৩৬টি হয়েছে শিশুশ্রম নিয়ে। এর মধ্যে মাত্র তিনটি মামলা নিষ্পত্তি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে শিশুশ্রম নিয়ে মামলা হয় ২৫টি এবং নিষ্পত্তি হয় সাতটি। অর্থাৎ, ২০২২-২৩ অর্থবছরে শিশুশ্রম নিয়ে করা মামলার ২৮ শতাংশ নিষ্পত্তি হয়। ২০২৩-২৪ অর্থবছরে হওয়া মামলার মাত্র ৮ শতাংশ নিষ্পত্তি হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে শিশুশ্রম নিয়ে সর্বাধিক ১৯টি মামলা হয় গাজীপুরে। এর একটিও নিষ্পত্তি হয়নি। এছাড়া শিশুশ্রম নিয়ে ঢাকায় তিনটি, নারায়গঞ্জে একটি, চট্টগ্রামে তিনটি, টাঙ্গাইলে একটি, কুমিল্লায় একটি, ময়মনসিংহে একটি, রাজশাহীতে একটি, যশোরে একটি, মানিকগঞ্জে একটি এবং ফেনীতে চারটি মামলা হয়। ২০২৩-২৪ অর্থবছরে নিষ্পত্তি হওয়া তিনটি মামলার মধ্যে চট্টগ্রাম, ফরিদপুর ও রাজশাহীতে একটি করে মামলা নিষ্পত্তি হয়েছে।

বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি

সারাদেশে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ৩১টি উপ-মহাপরিদর্শকের কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে শ্রম আইন লঙ্ঘনের মামলা করা হয়। বিভিন্ন অপরাধে ২০২৩-২৪ অর্থবছরে যেসব মামলা করা হয়েছে এর মধ্যে ঢাকায় ১৭৩টি, নারায়ণগঞ্জে ২৬টি, গাজীপুরে ৪৪৯টি, চট্টগ্রামে ১৫০টি, নরসিংদীতে দুটি, টাঙ্গাইলে ১২টি, মৌলভীবাজারে সাতটি, কিশোরগঞ্জে চারটি, ফরিদপুরে ৬৫টি, কুমিল্লায় ১৩টি, সিলেটে ২০টি, ময়মনসিংহে ৪৩টি, রাজশাহীতে ১১টি, পাবনায় ২৪টি, বরগুনায় পাঁচটি, সিরাজগঞ্জে ছয়টি, রংপুরে ২৪টি, কুষ্টিয়ায় ছয়টি, যশোরে ছয়টি, খুলনায় ৩০টি, বরিশালে ১২৯টি, মানিকগঞ্জে ৩৫টি, গোপালগঞ্জে ১২টি, ফেনীতে ৫৮টি, কক্সবাজারে ৮৫টি, নওগাঁয় চারটি এবং জামালপুরে তিনটি মামলা করা হয়।

শিশুশ্রম নিয়ে মামলা করা হলেও অধিকাংশ নিষ্পত্তি না হওয়ার কারণ জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মোছা. জুলিয়া জেসমিন জাগো নিউজকে বলেন, ‘আমাদের দায়িত্ব মামলা করা, নিষ্পত্তির বিষয়টি আদালতের ওপর নির্ভরশীল। আমরা যথেষ্ট তথ্য-প্রমাণসহ মামলা করি। মামলা নিষ্পত্তির বিষয়টি আমাদের হাতে নেই।’

মামলা করার সংখ্যা বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মামলার পরিমাণ বাড়া বিভিন্ন কারণে হতে পারে। হয়তো আগের বছর কথা বলেই সমাধান করা গেছে, নোটিশ পিরিয়ডে হয়তো মালিক শিশুশ্রম বন্ধ করে দেয়। বিভিন্ন কারণে মামলা কম-বেশি হয়। মামলা দেওয়ার আগে আমরা নোটিশ দেই, বিভিন্নভাবে সচেতন করি। এরপরও অনিয়ম অব্যাহত থাকলে মামলা দেওয়া হয়।’

এমএএস/এএসএ/জিকেএস

টাইমলাইন

  1. ০৯:১৭ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিক সুরক্ষায় আইন আছে, কিন্তু কতটা কার্যকর?
  2. ০৮:৫৮ পিএম, ০১ মে ২০২৫ দেশে ৪৪ লাখ প্রাতিষ্ঠানিক শ্রমিকের ১৮ লাখ আরএমজির
  3. ০৮:৩৬ পিএম, ০১ মে ২০২৫ ‘বিরতিহীন’ কাজে দিশেহারা পরিবহন শ্রমিকরা, বাড়ছে দুর্ঘটনা
  4. ০৮:১৩ পিএম, ০১ মে ২০২৫ পুলিশের ডিউটির শুরু আছে শেষ নেই
  5. ০৭:৩২ পিএম, ০১ মে ২০২৫ শিল্প-কারখানার মালিকানার একটি অংশও শ্রমিকদের দিতে হবে
  6. ০৭:২৪ পিএম, ০১ মে ২০২৫ রেমিট্যান্সযোদ্ধাদের চোখে মে দিবস
  7. ০৭:১০ পিএম, ০১ মে ২০২৫ ‘আইজ কামাই বেশি হইলে কাইল কাজে যাইবো না’
  8. ০৭:০৫ পিএম, ০১ মে ২০২৫ ঢাকার শ্রম আদালতে ঝুলছে সাড়ে ১০ হাজার মামলা
  9. ০৬:৩৭ পিএম, ০১ মে ২০২৫ জীবন মানেই দৌড়, থামলেই আয় বন্ধ
  10. ০৫:১৫ পিএম, ০১ মে ২০২৫ প্রবাসে ছুটিহীন মে দিবস
  11. ০৪:৪৮ পিএম, ০১ মে ২০২৫ মে দিবসে অন্যান্য দেশে যত মজার রীতি
  12. ০৪:৪১ পিএম, ০১ মে ২০২৫ মে দিবস আসে যায়, ভাগ্য বদলায় না মোজাম্মেলদের
  13. ০৪:৩৭ পিএম, ০১ মে ২০২৫ ‘বাংলাদেশি শ্রমিকদের অবদান কখনই ভুলবো না’
  14. ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ঘাড়ে পা রেখেই সব সরকার দুর্নীতি করে: শেখ ফজলে বারী
  15. ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ মালয়েশিয়ায় যেসব কারণে বেতন কম বাংলাদেশি শ্রমিকদের
  16. ০৪:১৭ পিএম, ০১ মে ২০২৫ কাম করে ভাত খাই, দিবস দিয়ে কী করমো
  17. ০৪:১৬ পিএম, ০১ মে ২০২৫ কর্মজীবী নারীরা কতটা নিরাপদ?
  18. ০৩:৫৪ পিএম, ০১ মে ২০২৫ একমাত্র শ্রমই পারে সফলতা বয়ে আনতে
  19. ০৩:৫০ পিএম, ০১ মে ২০২৫ দেশের ভাগ্য বদলালেও প্রবাসীদের ভাগ্য বদলায় না
  20. ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ নির্মাণশ্রমিকের নিরাপত্তায় দরকার আইনি কাঠামো
  21. ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ পুরুষের বেতন ২০ হাজার, নারীর আড়াই!
  22. ০৩:৩৭ পিএম, ০১ মে ২০২৫ সংসার চালাতে ওদের হাতেও কাস্তে
  23. ০২:৫৫ পিএম, ০১ মে ২০২৫ বিএনপির শ্রমিক সমাবেশ চলছে, যোগ দিয়েছেন শীর্ষ নেতারা
  24. ০২:৩২ পিএম, ০১ মে ২০২৫ গৃহকর্মীদের সমস্যা ও সুরক্ষায় করণীয়
  25. ০২:২৭ পিএম, ০১ মে ২০২৫ ন্যায্য মজুরি ও সম্মানের অভাবে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকরা
  26. ০২:১০ পিএম, ০১ মে ২০২৫ দুদিনের অসুস্থতা ছুটির জন্য চিকিৎসা সনদ লাগবে না
  27. ০১:৩২ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সম্মান জানালেন ডিপজল
  28. ০১:২৪ পিএম, ০১ মে ২০২৫ সেরা প্রতিবেদন-ছবির পুরস্কার পেলেন জাগো নিউজের ইয়াসির-মাহবুব
  29. ০১:২০ পিএম, ০১ মে ২০২৫ নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনস্রোত, মঞ্চে গান-আন্দোলনের ছোঁয়া
  30. ০১:১৩ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকের অধিকার: কতদূর এগিয়েছে বাংলাদেশ?
  31. ০১:০৫ পিএম, ০১ মে ২০২৫ সংগঠন না থাকায় শ্রমিক বলেও গণ্য হন না কৃষকরা
  32. ০১:০০ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ ১০ দাবি বিলসের
  33. ১২:৫৪ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের গায়ের ঘাম আতরের মতো লাগে: জামায়াত আমির
  34. ১২:৪৯ পিএম, ০১ মে ২০২৫ বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি
  35. ১২:২১ পিএম, ০১ মে ২০২৫ সিনেমার পর্দায় মেহনতি মানুষের গল্প
  36. ১২:১৭ পিএম, ০১ মে ২০২৫ ঝুড়ির হিসাবেই চলে বালু শ্রমিকদের জীবন
  37. ১২:০৮ পিএম, ০১ মে ২০২৫ পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন
  38. ১১:৪৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকের বাধ্যতামূলক তহবিল-আপদকালীন মজুরি বিমা চালুর সুপারিশ
  39. ১১:২৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের জীবনচক্র আটকে আছে চা বাগানের গণ্ডিতে
  40. ১১:০৮ এএম, ০১ মে ২০২৫ ইসলামে শ্রমিকের অধিকার
  41. ১০:৩৬ এএম, ০১ মে ২০২৫ বিশ্ব শ্রমিক দিবস ও শিশুশ্রম: প্রেক্ষিত বাংলাদেশ
  42. ১০:৩৩ এএম, ০১ মে ২০২৫ দিনে স্কুল, রাতে সৈকতে কাজ করে জীবন কাটে ইউসুফদের
  43. ১০:২৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
  44. ১০:১৯ এএম, ০১ মে ২০২৫ শৈশব পুড়ছে ইটভাটায়
  45. ১০:০৩ এএম, ০১ মে ২০২৫ সংস্কার কমিশনের সুপারিশ ও শ্রম অধিকারের চারদিক
  46. ০৯:৪৯ এএম, ০১ মে ২০২৫ সদরঘাটে বৃদ্ধের চুলা জ্বালানোর লড়াই
  47. ০৯:৪৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের কতটা কল্যাণ করছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন?
  48. ০৯:০৮ এএম, ০১ মে ২০২৫ অটোর দাপটে দুর্দশায় প্যাডেল রিকশাচালকরা
  49. ০৮:৫৯ এএম, ০১ মে ২০২৫ বাদ্যযন্ত্রের তালে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা
  50. ০৮:৩৯ এএম, ০১ মে ২০২৫ ‘দিবস কী জানি না, মাথায় টুকরি উঠলে আসে টাকা, চলে পেট’
  51. ০৮:১১ এএম, ০১ মে ২০২৫ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ