ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনে স্কুল, রাতে সৈকতে কাজ করে জীবন কাটে ইউসুফদের

আসাদুজ্জামান মিরাজ | প্রকাশিত: ১০:৩৩ এএম, ০১ মে ২০২৫

‘আমরা দুই চাচাতো ভাই দিনে স্কুলে যাই, রাতে ডিম বিক্রি করি। প্রতিদিন সন্ধ্যার আগে সাগর পাড়ে আসি ২০-৩০টা ডিম নিয়ে। বিক্রি হলে বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে পড়তে বসি। সকালে আবার স্কুলে যাই। প্রতিদিন আমরা ডিম বিক্রি করা ছাড়াও অনেক টাকা বকশিশ পাই। আমি ক্লাস ফোরে পড়ি আর আমার ভাই ক্লাস টুতে পড়ে।’

সাবলীল ভাবেই কথাগুলো বলছিল কুয়াকাটা সমুদ্র সৈকতে ডিম বিক্রি করা ১২ বছরের শিশু ইউসুফ (১২)। সঙ্গে থাকা চাচাতো ভাই সম্পর্কেও জানালো শিশুটি।

এই দুই শিশুর একজন মো. ইউসুফ (১২), চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা একজন অটোরিকশার চালক। বড় ভাই থাকলেও সে অসুস্থ। তাই তার মা তাকে প্রতিদিন সিদ্ধ করা ডিম নিয়ে পাঠান কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের কাছে বিক্রি করতে। যেদিন পর্যটক বেশি থাকে সেদিন খুব দ্রুত বিক্রি হয়ে যায়। আর যেদিন পর্যটক কম থাকে সেদিন বিক্রি করতে একটু দেরি হয়।

অন্যজন রাকিবুল (১০), দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবাও একজন অটোরিকশার চালক। তারা তিন ভাইবোন। বাবার একার আয়ে সংসার চালানো কষ্টকর। তাই ইউসুফের সঙ্গে ডিম বিক্রি করে সে। তারা দুজনই কুয়াকাটা লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং পশ্চিম কুয়াকাটা গ্রামের বাসিন্দা।

দিনে স্কুল, রাতে সৈকতে কাজ করে জীবন কাটে ইউসুফদের

কোথা থেকে কত টাকায় ডিম ক্রয় করে জানতে চাইলে তারা দুজনই জানায়, ‘আমরা কিছু জানি না, কোথা থেকে ডিম কেনেন মা। আমাদেরকে ডিম দিয়ে বলেন ৩০ টাকা করে বিক্রি করবা, দু’জনে একসঙ্গে থাকবা।’

তাদের কথার মিলও পাওয়া গেলো। একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে পাশাপাশি দুটি ছোট্ট বালতি হাতে নিয়ে হাঁটছে আর ডিম বিক্রি করছে। শুধু তাই নয়, একজন ডিম বিক্রি করলে অন্যজন পাশে দাঁড়িয়ে থাকে। কেউ কাউকে ছেড়ে যায় না। তাদের মধ্যে একজনের পরনে তখনও স্কুলের ইউনিফর্ম পরা। কতক্ষণ হাঁটছে আবার দুজন গল্প করছে।

কত টাকার বিক্রি হয়েছে জিজ্ঞেস করলে ইউসুফ হিসাব করে জানায়, ১৭০ টাকা পকেটে আছে। তার ১২০ টাকা ডিম বিক্রির। আর ৫০ টাকা বকশিশ পেয়েছে সে।

শুধু ইউসুফ আর রাকিবুল নয়, কুয়াকাটা সমুদ্র সৈকতে এভাবে দেখা মিলবে প্রায় শতাধিক শিশুর। তারা কেউ ঘোড়া চালায়, কেউ চা-কফি বিক্রি করে, কেউ বেঞ্চ পাহারা দেয়, কেউ ফিসফ্রাই মার্কেটে কাজ করে।

দিনে স্কুল, রাতে সৈকতে কাজ করে জীবন কাটে ইউসুফদের

এদের অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, এদের অনেকেই স্কুল ছেড়েছে। কেউ বাড়ি থেকে পালিয়ে এসেছে। কেউ আবার পরিবারের হাল ধরেছে।

তবে স্থানীয় সংগঠকেরা বলছেন, কর্মসংস্থান থাকায় এসব শিশুরা এখানে ঝুঁকছে। যে কারণে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ কম হচ্ছে।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, কুয়াকাটায় শুধু ডিম বিক্রি না, অনেক পেশাতেই শিশুদেরকে দেখা যায়। তবে এত ছোট শিশুদের এই ধরনের কাজ করানো ঠিক না। কারণ ওরা লেখাপড়া থেকে বিমুখ হবে। আর সৈকতে নগদ অর্থ মেলায় অনেকেই ছোট শিশুদেরকে ইনকামে ছেড়ে দিচ্ছে। আবার অনেকে বাড়ি থেকে পালিয়ে এখানে থেকে যাচ্ছে। এগুলোর বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পরিবারেরও আরও সচেতন হওয়া উচিত।

এফএ/এএসএম

টাইমলাইন

  1. ০৯:১৭ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিক সুরক্ষায় আইন আছে, কিন্তু কতটা কার্যকর?
  2. ০৮:৫৮ পিএম, ০১ মে ২০২৫ দেশে ৪৪ লাখ প্রাতিষ্ঠানিক শ্রমিকের ১৮ লাখ আরএমজির
  3. ০৮:৩৬ পিএম, ০১ মে ২০২৫ ‘বিরতিহীন’ কাজে দিশেহারা পরিবহন শ্রমিকরা, বাড়ছে দুর্ঘটনা
  4. ০৮:১৩ পিএম, ০১ মে ২০২৫ পুলিশের ডিউটির শুরু আছে শেষ নেই
  5. ০৭:৩২ পিএম, ০১ মে ২০২৫ শিল্প-কারখানার মালিকানার একটি অংশও শ্রমিকদের দিতে হবে
  6. ০৭:২৪ পিএম, ০১ মে ২০২৫ রেমিট্যান্সযোদ্ধাদের চোখে মে দিবস
  7. ০৭:১০ পিএম, ০১ মে ২০২৫ ‘আইজ কামাই বেশি হইলে কাইল কাজে যাইবো না’
  8. ০৭:০৫ পিএম, ০১ মে ২০২৫ ঢাকার শ্রম আদালতে ঝুলছে সাড়ে ১০ হাজার মামলা
  9. ০৬:৩৭ পিএম, ০১ মে ২০২৫ জীবন মানেই দৌড়, থামলেই আয় বন্ধ
  10. ০৫:১৫ পিএম, ০১ মে ২০২৫ প্রবাসে ছুটিহীন মে দিবস
  11. ০৪:৪৮ পিএম, ০১ মে ২০২৫ মে দিবসে অন্যান্য দেশে যত মজার রীতি
  12. ০৪:৪১ পিএম, ০১ মে ২০২৫ মে দিবস আসে যায়, ভাগ্য বদলায় না মোজাম্মেলদের
  13. ০৪:৩৭ পিএম, ০১ মে ২০২৫ ‘বাংলাদেশি শ্রমিকদের অবদান কখনই ভুলবো না’
  14. ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ঘাড়ে পা রেখেই সব সরকার দুর্নীতি করে: শেখ ফজলে বারী
  15. ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ মালয়েশিয়ায় যেসব কারণে বেতন কম বাংলাদেশি শ্রমিকদের
  16. ০৪:১৭ পিএম, ০১ মে ২০২৫ কাম করে ভাত খাই, দিবস দিয়ে কী করমো
  17. ০৪:১৬ পিএম, ০১ মে ২০২৫ কর্মজীবী নারীরা কতটা নিরাপদ?
  18. ০৩:৫৪ পিএম, ০১ মে ২০২৫ একমাত্র শ্রমই পারে সফলতা বয়ে আনতে
  19. ০৩:৫০ পিএম, ০১ মে ২০২৫ দেশের ভাগ্য বদলালেও প্রবাসীদের ভাগ্য বদলায় না
  20. ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ নির্মাণশ্রমিকের নিরাপত্তায় দরকার আইনি কাঠামো
  21. ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ পুরুষের বেতন ২০ হাজার, নারীর আড়াই!
  22. ০৩:৩৭ পিএম, ০১ মে ২০২৫ সংসার চালাতে ওদের হাতেও কাস্তে
  23. ০২:৫৫ পিএম, ০১ মে ২০২৫ বিএনপির শ্রমিক সমাবেশ চলছে, যোগ দিয়েছেন শীর্ষ নেতারা
  24. ০২:৩২ পিএম, ০১ মে ২০২৫ গৃহকর্মীদের সমস্যা ও সুরক্ষায় করণীয়
  25. ০২:২৭ পিএম, ০১ মে ২০২৫ ন্যায্য মজুরি ও সম্মানের অভাবে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকরা
  26. ০২:১০ পিএম, ০১ মে ২০২৫ দুদিনের অসুস্থতা ছুটির জন্য চিকিৎসা সনদ লাগবে না
  27. ০১:৩২ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সম্মান জানালেন ডিপজল
  28. ০১:২৪ পিএম, ০১ মে ২০২৫ সেরা প্রতিবেদন-ছবির পুরস্কার পেলেন জাগো নিউজের ইয়াসির-মাহবুব
  29. ০১:২০ পিএম, ০১ মে ২০২৫ নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনস্রোত, মঞ্চে গান-আন্দোলনের ছোঁয়া
  30. ০১:১৩ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকের অধিকার: কতদূর এগিয়েছে বাংলাদেশ?
  31. ০১:০৫ পিএম, ০১ মে ২০২৫ সংগঠন না থাকায় শ্রমিক বলেও গণ্য হন না কৃষকরা
  32. ০১:০০ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ ১০ দাবি বিলসের
  33. ১২:৫৪ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের গায়ের ঘাম আতরের মতো লাগে: জামায়াত আমির
  34. ১২:৪৯ পিএম, ০১ মে ২০২৫ বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি
  35. ১২:২১ পিএম, ০১ মে ২০২৫ সিনেমার পর্দায় মেহনতি মানুষের গল্প
  36. ১২:১৭ পিএম, ০১ মে ২০২৫ ঝুড়ির হিসাবেই চলে বালু শ্রমিকদের জীবন
  37. ১২:০৮ পিএম, ০১ মে ২০২৫ পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন
  38. ১১:৪৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকের বাধ্যতামূলক তহবিল-আপদকালীন মজুরি বিমা চালুর সুপারিশ
  39. ১১:২৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের জীবনচক্র আটকে আছে চা বাগানের গণ্ডিতে
  40. ১১:০৮ এএম, ০১ মে ২০২৫ ইসলামে শ্রমিকের অধিকার
  41. ১০:৩৬ এএম, ০১ মে ২০২৫ বিশ্ব শ্রমিক দিবস ও শিশুশ্রম: প্রেক্ষিত বাংলাদেশ
  42. ১০:৩৩ এএম, ০১ মে ২০২৫ দিনে স্কুল, রাতে সৈকতে কাজ করে জীবন কাটে ইউসুফদের
  43. ১০:২৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
  44. ১০:১৯ এএম, ০১ মে ২০২৫ শৈশব পুড়ছে ইটভাটায়
  45. ১০:০৩ এএম, ০১ মে ২০২৫ সংস্কার কমিশনের সুপারিশ ও শ্রম অধিকারের চারদিক
  46. ০৯:৪৯ এএম, ০১ মে ২০২৫ সদরঘাটে বৃদ্ধের চুলা জ্বালানোর লড়াই
  47. ০৯:৪৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের কতটা কল্যাণ করছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন?
  48. ০৯:০৮ এএম, ০১ মে ২০২৫ অটোর দাপটে দুর্দশায় প্যাডেল রিকশাচালকরা
  49. ০৮:৫৯ এএম, ০১ মে ২০২৫ বাদ্যযন্ত্রের তালে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা
  50. ০৮:৩৯ এএম, ০১ মে ২০২৫ ‘দিবস কী জানি না, মাথায় টুকরি উঠলে আসে টাকা, চলে পেট’
  51. ০৮:১১ এএম, ০১ মে ২০২৫ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ