ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নির্মাণশ্রমিকের নিরাপত্তায় দরকার আইনি কাঠামো

ইব্রাহীম হুসাইন অভি | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫

নিরাপদ বাসস্থানের জন্য সবার আকাঙ্ক্ষা থাকে একটি কংক্রিটের ভবন। শহরবাসী চায় সুউচ্চ ভবনে ফ্ল্যাট কিংবা নিরাপদ থাকার জায়গা। এটি একটি মৌলিক চাহিদা। কিন্তু নিরাপদ বাসস্থান তৈরির কারিগররা কর্মক্ষেত্রে কতটা নিরাপদ?

যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নির্মাণশ্রমিকরা নিয়মিত প্রাণ হারাচ্ছেন। আহত হচ্ছেন অনেকে। কর্মক্ষেত্রে নিরাপত্তার উন্নতির পরিবর্তে মৃত্যু ও আহত হওয়ার সংখ্যা বাড়ছে। প্রায়ই গণমাধ্যমে সংবাদের শিরোনাম হচ্ছেন নির্মাণশ্রমিকরা। আহত ব্যক্তিরা সমাজের জন্য হয়ে উঠছেন বোঝা। মৃত বা আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা ভুগছেন দীর্ঘ কষ্টে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) তথ্য অনুসারে, গত পাঁচ বছরে দুর্ঘটনায় ৫৭১ জন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন ২৭৬ জন। তবে, সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য বাস্তব চিত্র প্রদর্শন করে না।

রাজধানীর অধিকাংশ সুউচ্চ ভবন নির্মাণে মানা হয় না শ্রমিক সুরক্ষা। শ্রমিকরা কোনো সুরক্ষা উপকরণ পান না বললেই চলে। প্রায়ই দেখা যায় ভবনের বাইরে রশি বাঁধা বাঁশে ঝুলে ঝুলে কাজ করছেন শ্রমিকরা। মাথায় কোনো সেফটি হেলমেটও পরতে দেখা যায় না।

নির্মাণশ্রমিকদের সেফটির বিষয়টাকে আমরা সবার আগে প্রাধান্য দেই। তারা নিরাপদে থাকলে একটা প্রকল্প সহজ ও সুন্দর হয়। রিহ্যাবে সদস্যভুক্ত প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিকদের গ্লাভস, হেলমেটসহ সেফটি ইক্যুইপমেন্ট রাখার নির্দেশনা আছে, কোম্পানিগুলো নিজেরাই এটা বাস্তবায়ন করে।-(রিহ্যাব) সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।

মিরপুর এলাকার একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কর্মরত নির্মাণশ্রমিক মোহাম্মদ হাসান বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা অন্যদের জন্য ঘর তৈরি করি কিন্তু তারা আমাদের নিরাপত্তার কথা ভাবে না। আমরাও আমাদের শ্রমের ন্যায্য মূল্য পাই না।’

নির্মাণশ্রমিকের নিরাপত্তায় দরকার আইনি কাঠামো

তিনি বলেন, ‘নিয়োগকর্তারা যদি আমাদের জন্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেন, তাহলে আমরা আমাদের জীবন বাঁচাতে পারবো এবং হতাহতের ঘটনা কমাতে পারবো। কোনো চুক্তি না থাকায় এবং আমাদের বেশিরভাগই অনানুষ্ঠানিক খাতে কাজ করে বলে আমরা কখনই কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ বা নিয়োগকর্তার কাছ থেকে দীর্ঘমেয়াদি সুবিধা ভোগ করি না।’

সরকারের এমন একটি আইন প্রণয়ন করা উচিত যা ক্ষতিপূরণ ও স্বাস্থ্যগত আঘাতের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করার জন্য সব শ্রমিককে এক ছাদের নিচে নিয়ে আসবে। বলেন এই শ্রমিক।

‘নির্মাণশ্রমিকদের সেফটির বিষয়টা আমরা সবার আগে প্রাধান্য দেই। তারা নিরাপদে থাকলে একটা প্রকল্প সহজ ও সুন্দর হয়। রিহ্যাবে সদস্যভুক্ত প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিকদের গ্লাভস, হেলমেটসহ সেফটি ইক্যুইপমেন্ট রাখার নির্দেশনা আছে, কোম্পানিগুলো নিজেরাই এটা বাস্তবায়ন করে।’ বলছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।

তিনি বলেন, ‘এছাড়া রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটে বছরব্যাপী নির্মাণশ্রমিকদের ট্রেনিংয়ের আয়োজন করা হয়। সেখানে নির্মাণের সঙ্গে সেফটির বিষয়েও সচেতন করা হয়।’

দেশের নির্মাণশিল্পের প্রায় ৯০ শতাংশ নির্মাণশ্রমিক কোনো লিখিত চুক্তি ছাড়াই কাজ করেন। এদের নানাভাবে শোষণ করা হয়। নিরাপত্তা সরঞ্জাম নেই, আবার দুর্ঘটনায় পড়লে কোনো ক্ষতিপূরণও মেলে না।- শ্রমিক নেতা আমিরুল হক আমিন

গত এক দশকে বাংলাদেশের নির্মাণখাত দ্রুত সম্প্রসারিত হয়েছে। কিন্তু শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমানের উন্নয়ন ঘটেনি। বিভিন্ন মেগা প্রকল্প যেমন পদ্মা সেতু, মেট্রোরেল, টানেল ও রাস্তা সম্প্রসারণের কারণে নির্মাণখাতে শ্রমিকের চাহিদা বেড়েছে বহুগুণ। বাড়ছে অর্থনীতিতে এর অবদান।

নির্মাণশ্রমিকের নিরাপত্তায় দরকার আইনি কাঠামো

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮ শতাংশ আসে নির্মাণখাত থেকে। এতে কর্মরত শ্রমিকের সংখ্যা ৪০ লাখের বেশি।

এত বড় অবদান ও সাফল্যের পরও শ্রমিকরা বঞ্চনার শিকার। জীবনযাপন করছে নিরাপত্তাহীনতা ও অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে।

শ্রমিক নেতা আমিরুল হক আমিন বলেন, দেশের নির্মাণশিল্পের প্রায় ৯০ শতাংশ নির্মাণশ্রমিক কোনো লিখিত চুক্তি ছাড়াই কাজ করেন। এদের নানাভাবে শোষণ করা হয়।

তিনি বলেন, নিরাপত্তা সরঞ্জাম নেই, আবার দুর্ঘটনায় পড়লে কোনো ক্ষতিপূরণও মেলে না। তাদের কোনো স্বাস্থ্যবিমা নেই, নেই ক্ষতিপূরণ। ফলে তাদের জীবন চলে চরম দুরবস্থার মধ্য দিয়ে।’

আইএইচও/এএসএ/জেআইএম

টাইমলাইন

  1. ০৯:১৭ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিক সুরক্ষায় আইন আছে, কিন্তু কতটা কার্যকর?
  2. ০৮:৫৮ পিএম, ০১ মে ২০২৫ দেশে ৪৪ লাখ প্রাতিষ্ঠানিক শ্রমিকের ১৮ লাখ আরএমজির
  3. ০৮:৩৬ পিএম, ০১ মে ২০২৫ ‘বিরতিহীন’ কাজে দিশেহারা পরিবহন শ্রমিকরা, বাড়ছে দুর্ঘটনা
  4. ০৮:১৩ পিএম, ০১ মে ২০২৫ পুলিশের ডিউটির শুরু আছে শেষ নেই
  5. ০৭:৩২ পিএম, ০১ মে ২০২৫ শিল্প-কারখানার মালিকানার একটি অংশও শ্রমিকদের দিতে হবে
  6. ০৭:২৪ পিএম, ০১ মে ২০২৫ রেমিট্যান্সযোদ্ধাদের চোখে মে দিবস
  7. ০৭:১০ পিএম, ০১ মে ২০২৫ ‘আইজ কামাই বেশি হইলে কাইল কাজে যাইবো না’
  8. ০৭:০৫ পিএম, ০১ মে ২০২৫ ঢাকার শ্রম আদালতে ঝুলছে সাড়ে ১০ হাজার মামলা
  9. ০৬:৩৭ পিএম, ০১ মে ২০২৫ জীবন মানেই দৌড়, থামলেই আয় বন্ধ
  10. ০৫:১৫ পিএম, ০১ মে ২০২৫ প্রবাসে ছুটিহীন মে দিবস
  11. ০৪:৪৮ পিএম, ০১ মে ২০২৫ মে দিবসে অন্যান্য দেশে যত মজার রীতি
  12. ০৪:৪১ পিএম, ০১ মে ২০২৫ মে দিবস আসে যায়, ভাগ্য বদলায় না মোজাম্মেলদের
  13. ০৪:৩৭ পিএম, ০১ মে ২০২৫ ‘বাংলাদেশি শ্রমিকদের অবদান কখনই ভুলবো না’
  14. ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ঘাড়ে পা রেখেই সব সরকার দুর্নীতি করে: শেখ ফজলে বারী
  15. ০৪:২১ পিএম, ০১ মে ২০২৫ মালয়েশিয়ায় যেসব কারণে বেতন কম বাংলাদেশি শ্রমিকদের
  16. ০৪:১৭ পিএম, ০১ মে ২০২৫ কাম করে ভাত খাই, দিবস দিয়ে কী করমো
  17. ০৪:১৬ পিএম, ০১ মে ২০২৫ কর্মজীবী নারীরা কতটা নিরাপদ?
  18. ০৩:৫৪ পিএম, ০১ মে ২০২৫ একমাত্র শ্রমই পারে সফলতা বয়ে আনতে
  19. ০৩:৫০ পিএম, ০১ মে ২০২৫ দেশের ভাগ্য বদলালেও প্রবাসীদের ভাগ্য বদলায় না
  20. ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ নির্মাণশ্রমিকের নিরাপত্তায় দরকার আইনি কাঠামো
  21. ০৩:৪৩ পিএম, ০১ মে ২০২৫ পুরুষের বেতন ২০ হাজার, নারীর আড়াই!
  22. ০৩:৩৭ পিএম, ০১ মে ২০২৫ সংসার চালাতে ওদের হাতেও কাস্তে
  23. ০২:৫৫ পিএম, ০১ মে ২০২৫ বিএনপির শ্রমিক সমাবেশ চলছে, যোগ দিয়েছেন শীর্ষ নেতারা
  24. ০২:৩২ পিএম, ০১ মে ২০২৫ গৃহকর্মীদের সমস্যা ও সুরক্ষায় করণীয়
  25. ০২:২৭ পিএম, ০১ মে ২০২৫ ন্যায্য মজুরি ও সম্মানের অভাবে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকরা
  26. ০২:১০ পিএম, ০১ মে ২০২৫ দুদিনের অসুস্থতা ছুটির জন্য চিকিৎসা সনদ লাগবে না
  27. ০১:৩২ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সম্মান জানালেন ডিপজল
  28. ০১:২৪ পিএম, ০১ মে ২০২৫ সেরা প্রতিবেদন-ছবির পুরস্কার পেলেন জাগো নিউজের ইয়াসির-মাহবুব
  29. ০১:২০ পিএম, ০১ মে ২০২৫ নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনস্রোত, মঞ্চে গান-আন্দোলনের ছোঁয়া
  30. ০১:১৩ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকের অধিকার: কতদূর এগিয়েছে বাংলাদেশ?
  31. ০১:০৫ পিএম, ০১ মে ২০২৫ সংগঠন না থাকায় শ্রমিক বলেও গণ্য হন না কৃষকরা
  32. ০১:০০ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ ১০ দাবি বিলসের
  33. ১২:৫৪ পিএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের গায়ের ঘাম আতরের মতো লাগে: জামায়াত আমির
  34. ১২:৪৯ পিএম, ০১ মে ২০২৫ বেড়েছে শিশুশ্রমের মামলা, কমেছে নিষ্পত্তি
  35. ১২:২১ পিএম, ০১ মে ২০২৫ সিনেমার পর্দায় মেহনতি মানুষের গল্প
  36. ১২:১৭ পিএম, ০১ মে ২০২৫ ঝুড়ির হিসাবেই চলে বালু শ্রমিকদের জীবন
  37. ১২:০৮ পিএম, ০১ মে ২০২৫ পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন
  38. ১১:৪৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকের বাধ্যতামূলক তহবিল-আপদকালীন মজুরি বিমা চালুর সুপারিশ
  39. ১১:২৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের জীবনচক্র আটকে আছে চা বাগানের গণ্ডিতে
  40. ১১:০৮ এএম, ০১ মে ২০২৫ ইসলামে শ্রমিকের অধিকার
  41. ১০:৩৬ এএম, ০১ মে ২০২৫ বিশ্ব শ্রমিক দিবস ও শিশুশ্রম: প্রেক্ষিত বাংলাদেশ
  42. ১০:৩৩ এএম, ০১ মে ২০২৫ দিনে স্কুল, রাতে সৈকতে কাজ করে জীবন কাটে ইউসুফদের
  43. ১০:২৪ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
  44. ১০:১৯ এএম, ০১ মে ২০২৫ শৈশব পুড়ছে ইটভাটায়
  45. ১০:০৩ এএম, ০১ মে ২০২৫ সংস্কার কমিশনের সুপারিশ ও শ্রম অধিকারের চারদিক
  46. ০৯:৪৯ এএম, ০১ মে ২০২৫ সদরঘাটে বৃদ্ধের চুলা জ্বালানোর লড়াই
  47. ০৯:৪৩ এএম, ০১ মে ২০২৫ শ্রমিকদের কতটা কল্যাণ করছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন?
  48. ০৯:০৮ এএম, ০১ মে ২০২৫ অটোর দাপটে দুর্দশায় প্যাডেল রিকশাচালকরা
  49. ০৮:৫৯ এএম, ০১ মে ২০২৫ বাদ্যযন্ত্রের তালে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা
  50. ০৮:৩৯ এএম, ০১ মে ২০২৫ ‘দিবস কী জানি না, মাথায় টুকরি উঠলে আসে টাকা, চলে পেট’
  51. ০৮:১১ এএম, ০১ মে ২০২৫ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ